Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে আখাউড়া স্থলবন্দরে অঘোষিত ধর্মঘট

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে আখাউড়া স্থলবন্দরে অঘোষিত ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগে অঘোষিত ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস না হওয়ায় বন্দরে ট্রাকগুলো আটকা পড়েছে। 

জেলা ট্রাক মালিক-শ্রমিকেরা জানান, স্থলবন্দরে যাতায়াতকারী ট্রাক থেকে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফার নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র চাঁদা আদায় করে। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ট্রাক মালিক গ্রুপ। 

জানা গেছে, পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন। এই নিয়ে মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন অ্যাসোসিয়েশনের নেতারা। তবে ওই বৈঠকে লাকসু তাঁর সহযোগীদের নিয়ে ট্রাক মালিক নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। 

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন সমস্যা সমাধানে বৈঠকের জন্য ডাকেন। বৈঠকে বসার পর লাকসু তার সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাসেম ও সদস্য নাহিদ খান আহত হই। পরে পুলিশের সহযোগীতায় আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসি। এ জন্য আমরা ট্রাকে করে পণ্য পরিবহন বন্ধ রেখেছি।' 

তবে অভিযোগের ব্যাপারে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফা বলেন, 'আমি চাঁদাবাজি করি এমন কথা কেউ বলতে পারবে না। ট্রাক শ্রমিক নেতা খোকন তাঁর নিজের স্বার্থ হাসিল করতে মিথ্যা অভিযোগ করছেন। তাঁদের ওপর হামলা করারতো প্রশ্নই আসে না, সব মিথ্যা।' 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত