আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগে অঘোষিত ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস না হওয়ায় বন্দরে ট্রাকগুলো আটকা পড়েছে।
জেলা ট্রাক মালিক-শ্রমিকেরা জানান, স্থলবন্দরে যাতায়াতকারী ট্রাক থেকে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফার নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র চাঁদা আদায় করে। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ট্রাক মালিক গ্রুপ।
জানা গেছে, পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন। এই নিয়ে মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন অ্যাসোসিয়েশনের নেতারা। তবে ওই বৈঠকে লাকসু তাঁর সহযোগীদের নিয়ে ট্রাক মালিক নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন সমস্যা সমাধানে বৈঠকের জন্য ডাকেন। বৈঠকে বসার পর লাকসু তার সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাসেম ও সদস্য নাহিদ খান আহত হই। পরে পুলিশের সহযোগীতায় আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসি। এ জন্য আমরা ট্রাকে করে পণ্য পরিবহন বন্ধ রেখেছি।'
তবে অভিযোগের ব্যাপারে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফা বলেন, 'আমি চাঁদাবাজি করি এমন কথা কেউ বলতে পারবে না। ট্রাক শ্রমিক নেতা খোকন তাঁর নিজের স্বার্থ হাসিল করতে মিথ্যা অভিযোগ করছেন। তাঁদের ওপর হামলা করারতো প্রশ্নই আসে না, সব মিথ্যা।'
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগে অঘোষিত ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস না হওয়ায় বন্দরে ট্রাকগুলো আটকা পড়েছে।
জেলা ট্রাক মালিক-শ্রমিকেরা জানান, স্থলবন্দরে যাতায়াতকারী ট্রাক থেকে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফার নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র চাঁদা আদায় করে। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ট্রাক মালিক গ্রুপ।
জানা গেছে, পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন। এই নিয়ে মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন অ্যাসোসিয়েশনের নেতারা। তবে ওই বৈঠকে লাকসু তাঁর সহযোগীদের নিয়ে ট্রাক মালিক নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন সমস্যা সমাধানে বৈঠকের জন্য ডাকেন। বৈঠকে বসার পর লাকসু তার সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাসেম ও সদস্য নাহিদ খান আহত হই। পরে পুলিশের সহযোগীতায় আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসি। এ জন্য আমরা ট্রাকে করে পণ্য পরিবহন বন্ধ রেখেছি।'
তবে অভিযোগের ব্যাপারে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফা বলেন, 'আমি চাঁদাবাজি করি এমন কথা কেউ বলতে পারবে না। ট্রাক শ্রমিক নেতা খোকন তাঁর নিজের স্বার্থ হাসিল করতে মিথ্যা অভিযোগ করছেন। তাঁদের ওপর হামলা করারতো প্রশ্নই আসে না, সব মিথ্যা।'
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে