নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরের মেয়র গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
গ্রেপ্তার আবুল বশরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার বরুমছড়া গ্রামে। তিনি বসবাস করেন নগরীর পাঁচলাইশ থানাধীন মেয়র গলির ৩ নম্বর রোড এলাকায়। বশর পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ যুবলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচলাইশ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তারেক আজিজ বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চার মামলার আসামি আবুল বশর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ষোলোশহর রেল স্টেশন এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ২০২১ সালে জানুয়ারিতে যুবলীগের একটি কর্মসূচি ঘিরে মিছিলে বশরের বিরুদ্ধে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই বছরের ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়। ওই ঘটনায় বেশ আলোচিত বশর।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বশরকে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে সরব থাকতে দেখা গেছে বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরের মেয়র গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
গ্রেপ্তার আবুল বশরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার বরুমছড়া গ্রামে। তিনি বসবাস করেন নগরীর পাঁচলাইশ থানাধীন মেয়র গলির ৩ নম্বর রোড এলাকায়। বশর পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ যুবলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচলাইশ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তারেক আজিজ বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চার মামলার আসামি আবুল বশর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ষোলোশহর রেল স্টেশন এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ২০২১ সালে জানুয়ারিতে যুবলীগের একটি কর্মসূচি ঘিরে মিছিলে বশরের বিরুদ্ধে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই বছরের ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়। ওই ঘটনায় বেশ আলোচিত বশর।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বশরকে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে সরব থাকতে দেখা গেছে বলে জানায় পুলিশ।
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১৩ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
৩৬ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
৩৯ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে