চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১০: ৫৩
Thumbnail image
গ্রেপ্তার আবুল বশর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরের মেয়র গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।

গ্রেপ্তার আবুল বশরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার বরুমছড়া গ্রামে। তিনি বসবাস করেন নগরীর পাঁচলাইশ থানাধীন মেয়র গলির ৩ নম্বর রোড এলাকায়। বশর পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ যুবলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,

আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচলাইশ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তারেক আজিজ বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চার মামলার আসামি আবুল বশর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ষোলোশহর রেল স্টেশন এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালে জানুয়ারিতে যুবলীগের একটি কর্মসূচি ঘিরে মিছিলে বশরের বিরুদ্ধে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই বছরের ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়। ওই ঘটনায় বেশ আলোচিত বশর।

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বশরকে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে সরব থাকতে দেখা গেছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত