নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরের মেয়র গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
গ্রেপ্তার আবুল বশরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার বরুমছড়া গ্রামে। তিনি বসবাস করেন নগরীর পাঁচলাইশ থানাধীন মেয়র গলির ৩ নম্বর রোড এলাকায়। বশর পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ যুবলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচলাইশ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তারেক আজিজ বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চার মামলার আসামি আবুল বশর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ষোলোশহর রেল স্টেশন এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ২০২১ সালে জানুয়ারিতে যুবলীগের একটি কর্মসূচি ঘিরে মিছিলে বশরের বিরুদ্ধে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই বছরের ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়। ওই ঘটনায় বেশ আলোচিত বশর।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বশরকে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে সরব থাকতে দেখা গেছে বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরের মেয়র গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
গ্রেপ্তার আবুল বশরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার বরুমছড়া গ্রামে। তিনি বসবাস করেন নগরীর পাঁচলাইশ থানাধীন মেয়র গলির ৩ নম্বর রোড এলাকায়। বশর পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ যুবলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচলাইশ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তারেক আজিজ বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চার মামলার আসামি আবুল বশর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ষোলোশহর রেল স্টেশন এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ২০২১ সালে জানুয়ারিতে যুবলীগের একটি কর্মসূচি ঘিরে মিছিলে বশরের বিরুদ্ধে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই বছরের ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়। ওই ঘটনায় বেশ আলোচিত বশর।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বশরকে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে সরব থাকতে দেখা গেছে বলে জানায় পুলিশ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় এক স্থানে একই সময়ে দুই গ্রুপের সমাবেশ আহ্বান করায় আজ বৃহস্পতিবার উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার চন্দ্রা হরীতকীতলা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।
৩৬ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) উল্টে চালক আব্দুল আজিজ মোল্লা (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাজারের অদূরে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগেচট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে সব মহলে। ওই দাবিতে গতকাল বুধবার উত্তপ্ত ছিল ঢাকাসহ সারা দেশের আইনাঙ্গন। বিক্ষোভ মিছিল–সমাবেশ হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতেও। সুপ্রিম কোর্টে...
২ ঘণ্টা আগে