দুই দিন পর বাঘাইছড়ি ও সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক 

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১: ৪৪
Thumbnail image

রাঙ্গামাটির বাঘাইছড়ি ও সাজেক সড়কে যান চলাচল দুই দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে। আটকে পড়া তিন শতাধিক পর্যটক ফিরতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

রুমানা আক্তার বলেন, সড়কের মাটি সরিয়ে পরিষ্কার ও বন্যার পানি নেমে যাওয়ায় এখন সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এদিকে, ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত