Ajker Patrika

রামগতির ইউএনও-ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৬
রামগতির ইউএনও-ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চরপোড়াগাছা ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার রামগতি সহকারী জজ আদালতে ‘গ্রাম পুলিশ হিসেবে নিয়োগের পর ছাত্রদলের নেতা আখ্যা দিয়ে চাকরিচ্যুত করার’ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবদুর রহমান। 

আজ শুক্রবার সকালে বাদীর আইনজীবী প্রহলাদ সাহা রবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আদালতে হাজির হয়ে অভিযোগের ঘটনা ব্যাখ্যার জন্য বিবাদীদের নির্দেশ দিয়েছেন বিচারক। 

আইনজীবী প্রহলাদ সাহা রবি আরও জানান, ইউএনও এস এম শান্তনু চৌধুরী, ওসি মো. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার, ও মো. রুবেলসহ মোট ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন উপজেলার চরকলাকোপা গ্রামের শরাফত আলীর ছেলে আবদুর রহমান। 

এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ ডিসেম্বর উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২ অক্টোবর ওই পদে নিয়োগ পরীক্ষায় আবদুর রহমান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এতে মামলার ৪ নম্বর বিবাদী রুবেলও পরীক্ষায় দেন। তাঁকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছিল। গত ১৯ অক্টোবর আবদুর রহমানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে দায়িত্ব বুঝিয়ে গ্রাম পুলিশের পোশাক দেওয়া হয়। কিন্তু পুলিশের তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে নেতিবাচক অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকার রুবেলকে গ্রাম পুলিশ পদে নিয়োগ দেওয়া হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী বলেন, নিয়োগ বিধিমালা অনুযায়ী পুলিশি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রক্রিয়া মেনে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত