নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের একটি হোটেলে ১৭ বছর আগে এক তরুণীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ইউসুফ বিন আলম নোয়াখালীর চর জব্বর থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে।
এই বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, তরুণীকে হত্যার ঘটনায় করা মামলায় আনা অভিযোগ আদালতের সামনে প্রমাণিত হয়েছে। এই কারণে আসামি ইউসুফ বিন আলমকে উল্লেখিত সাজা ও জরিমানা করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে ইউসুফ বিন আলম পলাতক রয়েছেন বলেও জানান এই বেঞ্চ সহকারী।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডস্থ হোটেল ছোবাহান (আবাসিক) এর ১০৬ নম্বর কক্ষে ইউসুফ বিন আলম ও রিমা স্বামী ও স্ত্রী পরিচয়ে ওঠেন। ঘটনার দুই দিন পর ৭ মে ভোর সাড়ে পাঁচটার দিকে ইউসুফ রিমাকে রুমে তালাবদ্ধ রেখে বাইরে বেরিয়ে যান।
ওই বেলা ১২টা পর্যন্ত ইউসুফ ফিরে না আসায় হোটেল কর্তৃপক্ষ পুলিশসহ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রিমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এ মামলা পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৮ সালের ৮ জুন আদালতে আসামি ইউসুফ বিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বুধবার রায় ঘোষণা করা হয়। মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে মোট ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানান ওমর ফুয়াদ।
চট্টগ্রামের একটি হোটেলে ১৭ বছর আগে এক তরুণীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ইউসুফ বিন আলম নোয়াখালীর চর জব্বর থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে।
এই বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, তরুণীকে হত্যার ঘটনায় করা মামলায় আনা অভিযোগ আদালতের সামনে প্রমাণিত হয়েছে। এই কারণে আসামি ইউসুফ বিন আলমকে উল্লেখিত সাজা ও জরিমানা করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে ইউসুফ বিন আলম পলাতক রয়েছেন বলেও জানান এই বেঞ্চ সহকারী।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডস্থ হোটেল ছোবাহান (আবাসিক) এর ১০৬ নম্বর কক্ষে ইউসুফ বিন আলম ও রিমা স্বামী ও স্ত্রী পরিচয়ে ওঠেন। ঘটনার দুই দিন পর ৭ মে ভোর সাড়ে পাঁচটার দিকে ইউসুফ রিমাকে রুমে তালাবদ্ধ রেখে বাইরে বেরিয়ে যান।
ওই বেলা ১২টা পর্যন্ত ইউসুফ ফিরে না আসায় হোটেল কর্তৃপক্ষ পুলিশসহ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রিমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
এ মামলা পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৮ সালের ৮ জুন আদালতে আসামি ইউসুফ বিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বুধবার রায় ঘোষণা করা হয়। মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে মোট ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানান ওমর ফুয়াদ।
গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
৪১ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১ ঘণ্টা আগে