কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পুলিশের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার ঘোনার পাড়া ১৯ নম্বর ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মোনাফ (২৫) উখিয়া উপজেলার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।
তথ্য মতে, আব্দুল মোনাফ আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।
এতে ত্রিমুখী গোলাগুলির একপর্যায়ে আরসা সন্ত্রাসীরা পিছু হটে। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ কর্মকর্তা আরও বলেন, ‘কী কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
এর আগে গত সোমবার ভোরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ নিয়ে চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ২৫ জন খুন হয়েছেন।
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পুলিশের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার ঘোনার পাড়া ১৯ নম্বর ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মোনাফ (২৫) উখিয়া উপজেলার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।
তথ্য মতে, আব্দুল মোনাফ আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।
এতে ত্রিমুখী গোলাগুলির একপর্যায়ে আরসা সন্ত্রাসীরা পিছু হটে। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ কর্মকর্তা আরও বলেন, ‘কী কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
এর আগে গত সোমবার ভোরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ নিয়ে চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ২৫ জন খুন হয়েছেন।
পানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
১০ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগে