Ajker Patrika

নতুন রাষ্ট্রপতির সঙ্গে সাতকানিয়া উপজেলা আ. লীগের সৌজন্য সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৫: ৫৮
নতুন রাষ্ট্রপতির সঙ্গে সাতকানিয়া উপজেলা আ. লীগের সৌজন্য সাক্ষাৎ 

নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেবের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিরা। 

গতকাল সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে যান। এ সময় তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নতুন রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। 

নতুন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সহসম্পাদক সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, এঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সালেহ, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাসির উদ্দীন টিপু, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফম মাহবুব শিকদার, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আখতার হোসেন, কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাফেজ আহমদ, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত