কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়া উপকূলীয় এলাকায় এবার সমুদ্রের পানির বদলে ভূগর্ভস্থ পানি দিয়ে লবণ উৎপাদন করছেন চাষিরা। গত বছর থেকে মাটির নিচে ১৮০ থেকে ২০০ ফুট গভীরে পাইপ বসিয়ে ডিজেল ইঞ্জিন চালিত অগভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করে লবণ উৎপাদন করা হচ্ছে। সমুদ্রের পানির চেয়ে এই ভূগর্ভস্থ পানিতে বেশি লবণ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।
লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদারপাড়ার লবণচাষি শফি আলম বলেন, ‘নলকূপের পানি দিয়ে বেশি লবণ উৎপাদিত হচ্ছে। জ্বালানি তেলের ব্যয় বেশি হলেও লবণ উৎপাদন পর্যাপ্ত হচ্ছে। তাই এ পদ্ধতিই লবণ উৎপাদন করছি।’
একই এলাকার লবণচাষি মোহাম্মদ তারেক বলেন, ‘সাগরের পানি দিয়ে যেখানে প্রতি কানিতে (প্রায় এক বিঘা) ৩০০ মণ লবণ উৎপাদন হতো, সেখানে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদিত হচ্ছে ৪০০ মণ। আর শীত মৌসুমে লবণ উৎপাদনের জন্য নলকূপের পানিই বেশি উপযোগী। এ সময় নলকূপের পানিতে লবণাক্তের পরিমাণ বেশি থাকে। ফলে চার দিনের মধ্যে লবণ উৎপাদন করা সম্ভব হচ্ছে।’
এ বিষয়ে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন আজকের পত্রিকাকে জানান, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হওয়ায় লবণচাষিরা এ পদ্ধতিতে ঝুঁকছেন। গত বছর নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হয়েছে। এ জন্য চলতি বছর এ পদ্ধতিতে বেশির ভাগ চাষি লবণ উৎপাদন করছেন। শুধু তাই নয়, চলতি মৌসুমে লবণের ভালো বাজারদর থাকায় খুশি চাষিরা।
চেয়ারম্যান আরও বলেন, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় হচ্ছে বেশি। তাই নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় কমাতে সরকারের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
চলতি বছর কুতুবদিয়ায় প্রায় ১৫০ একর জমিতে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন করা হচ্ছে বলে জানান বিসিক কক্সবাজার কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মনজুর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লবণ উৎপাদনও হচ্ছে বেশি। তবে, এতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যয় কমানোর জন্য লবণচাষিদের সোলার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।’
কুতুবদিয়া উপকূলীয় এলাকায় এবার সমুদ্রের পানির বদলে ভূগর্ভস্থ পানি দিয়ে লবণ উৎপাদন করছেন চাষিরা। গত বছর থেকে মাটির নিচে ১৮০ থেকে ২০০ ফুট গভীরে পাইপ বসিয়ে ডিজেল ইঞ্জিন চালিত অগভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করে লবণ উৎপাদন করা হচ্ছে। সমুদ্রের পানির চেয়ে এই ভূগর্ভস্থ পানিতে বেশি লবণ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।
লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদারপাড়ার লবণচাষি শফি আলম বলেন, ‘নলকূপের পানি দিয়ে বেশি লবণ উৎপাদিত হচ্ছে। জ্বালানি তেলের ব্যয় বেশি হলেও লবণ উৎপাদন পর্যাপ্ত হচ্ছে। তাই এ পদ্ধতিই লবণ উৎপাদন করছি।’
একই এলাকার লবণচাষি মোহাম্মদ তারেক বলেন, ‘সাগরের পানি দিয়ে যেখানে প্রতি কানিতে (প্রায় এক বিঘা) ৩০০ মণ লবণ উৎপাদন হতো, সেখানে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদিত হচ্ছে ৪০০ মণ। আর শীত মৌসুমে লবণ উৎপাদনের জন্য নলকূপের পানিই বেশি উপযোগী। এ সময় নলকূপের পানিতে লবণাক্তের পরিমাণ বেশি থাকে। ফলে চার দিনের মধ্যে লবণ উৎপাদন করা সম্ভব হচ্ছে।’
এ বিষয়ে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন আজকের পত্রিকাকে জানান, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হওয়ায় লবণচাষিরা এ পদ্ধতিতে ঝুঁকছেন। গত বছর নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হয়েছে। এ জন্য চলতি বছর এ পদ্ধতিতে বেশির ভাগ চাষি লবণ উৎপাদন করছেন। শুধু তাই নয়, চলতি মৌসুমে লবণের ভালো বাজারদর থাকায় খুশি চাষিরা।
চেয়ারম্যান আরও বলেন, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় হচ্ছে বেশি। তাই নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় কমাতে সরকারের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
চলতি বছর কুতুবদিয়ায় প্রায় ১৫০ একর জমিতে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন করা হচ্ছে বলে জানান বিসিক কক্সবাজার কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মনজুর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লবণ উৎপাদনও হচ্ছে বেশি। তবে, এতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যয় কমানোর জন্য লবণচাষিদের সোলার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।’
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২০ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে