যান্ত্রিক ত্রুটি নিয়ে বিমান অবতরণ চট্টগ্রামে, নিরাপদে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ মে ২০২৪, ১৪: ৩৪
Thumbnail image

যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। আজ শুক্রবার সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এই ফ্লাইটে থাকা ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু নিরাপদে আছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে ত্রুটি নিয়ে একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রী ও ক্রুরা নিরাপদে ছিলেন।’ 

শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রামে আসছিল। এর মধ্যে সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটের ত্রুটির সংকেত পাঠানো হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে। এরপর পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত