নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছেলেকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসক নিহতের ঘটনায় অভিযুক্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৯ এপ্রিল (শনিবার) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৬ এপ্রিল একটি মামলা হয়। সেই মামলায় ৮ এপ্রিল তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৯ এপ্রিল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে যাওয়া তিনজন হলেন মো. সাফায়েত, মো. সাগর ও সংগ্রাম।
৫ এপ্রিল (শুক্রবার) চিকিৎসক কোরবান আলীর ছেলে একজনকে বাঁচাতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ছেলের ওপর হামলা করে সেই গ্যাং সদস্যরা। আর ছেলেকে হামলাকারীদের থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন চিকিৎসক কোরবান আলী।
এ ঘটনায় তাঁর ছেলে আলী রেজা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আটজনের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করেন। পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে।
আলী রেজা সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকেলে আকবর শাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকার জে লাইন দিয়ে যাচ্ছিলেন তিনি। এই সময় দুজন স্কুলছাত্রকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। তার কাছে এসে সেই দুজন সাহায্য চায়। সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।
ওই দিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা। তখন তাঁকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাঁকে মারছে খবর পেয়ে সেখানে ছুটে আসেন বাবা। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে তাঁর বাবার মাথায় গুরুতর আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
আকবর শাহ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সবাই ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
ছেলেকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসক নিহতের ঘটনায় অভিযুক্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৯ এপ্রিল (শনিবার) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৬ এপ্রিল একটি মামলা হয়। সেই মামলায় ৮ এপ্রিল তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৯ এপ্রিল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে যাওয়া তিনজন হলেন মো. সাফায়েত, মো. সাগর ও সংগ্রাম।
৫ এপ্রিল (শুক্রবার) চিকিৎসক কোরবান আলীর ছেলে একজনকে বাঁচাতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ছেলের ওপর হামলা করে সেই গ্যাং সদস্যরা। আর ছেলেকে হামলাকারীদের থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন চিকিৎসক কোরবান আলী।
এ ঘটনায় তাঁর ছেলে আলী রেজা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আটজনের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করেন। পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে।
আলী রেজা সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকেলে আকবর শাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকার জে লাইন দিয়ে যাচ্ছিলেন তিনি। এই সময় দুজন স্কুলছাত্রকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। তার কাছে এসে সেই দুজন সাহায্য চায়। সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।
ওই দিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা। তখন তাঁকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাঁকে মারছে খবর পেয়ে সেখানে ছুটে আসেন বাবা। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে তাঁর বাবার মাথায় গুরুতর আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
আকবর শাহ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সবাই ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে