কক্সবাজারে শিশু ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ১৭: ৪০

কক্সবাজারে এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ না দিলে তাঁদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। 

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কক্সবাজারের টেকনাফের লেদা এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল আলম, জালাল আহমেদের ছেলে হেলাল উদ্দিন ও মো. কাশেমের ছেলে মমতাজ মিয়া। সবাই পলাতক রয়েছেন। এ মামলার প্রধান আসামি নুর মোহাম্মদের মৃত্যু হওয়ায় মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এর ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৫ এপ্রিল সাড়ে ৯ বছর বয়সী এক শিশু লেদার বন থেকে লাকড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় টেকনাফ থানায় শিশুর বাবা আবদুল জব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ মামলায় ২০০৩ সালের ১ জুলাই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন টেকনাফ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত