Ajker Patrika

চবির ৬৮ শিক্ষার্থী এসআই হলেন

প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২১, ১৪: ০৩
চবির ৬৮ শিক্ষার্থী এসআই হলেন

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের ৬৮ শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন থানায় তাঁদের পদায়ন হয়েছে। চলতি মাস থেকেই তাঁরা দায়িত্ব পালন করবেন।

আজ শুক্রবার সদ্য নিয়োগপ্রাপ্ত দুইজন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে তাঁদের প্রশিক্ষণ শুরু হয়। গত সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণে মোট অংশগ্রহণ করেন ১ হাজার ২৩১ জন।

এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত এসআই ও বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, আমরা বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণার্থীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা ৬৮ জন ছিলাম। খুব শিগগিরই দেশের বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় নিয়োজিত হবো আমরা। যে জনগণের অর্থে আমাদের বেতন-ভাতা হবে তার বিনিময়ে যেন আজীবন সেই জনগণের পাশে দাঁড়াতে পারি, এ দোয়া চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত