নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী আঞ্চলিক ফোর লেন সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে মাইক্রোবাসের আরও ১৬ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহত শিশুটির নাম জোসনা আক্তার। সে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাইমুড়ীর কাশিপুর থেকে কনের বাড়ি কোম্পানীগঞ্জে যাওয়ার উদ্দেশে যাত্রা করে একটি মাইক্রোবাস। তাদের গাড়িটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে জোসনা আক্তার নিহত এবং চালকসহ আরও ১৬ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। ফেনী অংশের অধিকাংশ কাজ শেষ হলেও কয়েকটি স্থানে কিছু কাজ বাকি রয়েছে। ছোটখাটো কিছু কাজ বাকি থাকার সুযোগ কাজে লাগিয়ে ফেনী থেকে ছেড়ে আসা বাস, ট্রাকসহ বড় গাড়িগুলো তাদের উল্টো (ভুল) পথে একই লেন দিয়ে প্রবেশ করে। যার ফলে এ দুর্ঘটনা ছাড়াও ছোটখাটো দুর্ঘটনা ঘটছেই।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী আঞ্চলিক ফোর লেন সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে মাইক্রোবাসের আরও ১৬ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহত শিশুটির নাম জোসনা আক্তার। সে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাইমুড়ীর কাশিপুর থেকে কনের বাড়ি কোম্পানীগঞ্জে যাওয়ার উদ্দেশে যাত্রা করে একটি মাইক্রোবাস। তাদের গাড়িটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে জোসনা আক্তার নিহত এবং চালকসহ আরও ১৬ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। ফেনী অংশের অধিকাংশ কাজ শেষ হলেও কয়েকটি স্থানে কিছু কাজ বাকি রয়েছে। ছোটখাটো কিছু কাজ বাকি থাকার সুযোগ কাজে লাগিয়ে ফেনী থেকে ছেড়ে আসা বাস, ট্রাকসহ বড় গাড়িগুলো তাদের উল্টো (ভুল) পথে একই লেন দিয়ে প্রবেশ করে। যার ফলে এ দুর্ঘটনা ছাড়াও ছোটখাটো দুর্ঘটনা ঘটছেই।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগে