কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে এ কারখানার সন্ধান পেয়ে অভিযানে নামে র্যাব-১৫। সেখান থেকে ১০টি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্র তৈরির কারিগর কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বায়তুল্লাহ (১৯), তাঁর ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) আটক করা হয়েছে।
র্যাব-১৫-এর উপ অধিনায়ক তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এক্সটেনশনসংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানা গড়ে তুলেছে। এ কারখানায় তারা অস্ত্র তৈরি করে ক্যাম্পে সন্ত্রাসীদের সরবরাহ করে আসছিল। এসব তথ্য নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়েই গুলি ছুড়তে শুরু করে। জবাবে র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।
তানভীর হাসান জানান, প্রায় চার ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর সেখান থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে।
স্থানীয় রোহিঙ্গারা জানান, আটক হাবিব উল্লাহ মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নেতা।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ আততায়ীর গুলিতে খুন হন। তিনি রোহিঙ্গাদের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। এ হত্যাকাণ্ডেও আরসাকে দায়ী করে আসছিল মুহিবুল্লাহর পরিবার।
এ ঘটনার পর গত মাসের ২৩ অক্টোবর ক্যাম্পের একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। এ ঘটনাতেও আরসাকে দায়ী করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরসার অস্তিত্ব স্বীকার না করলেও রোহিঙ্গা শিবিরে এ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে সাধারণ রোহিঙ্গারা জিম্মি হয়ে পড়েছে বলে রোহিঙ্গা নেতারা জানান।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অন্তত ২৫০ জন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সম্প্রতি আজকের পত্রিকায় রোহিঙ্গা শিবিরে অস্ত্রের পাহাড় শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের তরফ থেকে মামলা রুজু ও তিন আসামিকে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে এ কারখানার সন্ধান পেয়ে অভিযানে নামে র্যাব-১৫। সেখান থেকে ১০টি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্র তৈরির কারিগর কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বায়তুল্লাহ (১৯), তাঁর ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাছুনকে (২৪) আটক করা হয়েছে।
র্যাব-১৫-এর উপ অধিনায়ক তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এক্সটেনশনসংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানা গড়ে তুলেছে। এ কারখানায় তারা অস্ত্র তৈরি করে ক্যাম্পে সন্ত্রাসীদের সরবরাহ করে আসছিল। এসব তথ্য নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়েই গুলি ছুড়তে শুরু করে। জবাবে র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।
তানভীর হাসান জানান, প্রায় চার ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর সেখান থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে।
স্থানীয় রোহিঙ্গারা জানান, আটক হাবিব উল্লাহ মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নেতা।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ আততায়ীর গুলিতে খুন হন। তিনি রোহিঙ্গাদের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। এ হত্যাকাণ্ডেও আরসাকে দায়ী করে আসছিল মুহিবুল্লাহর পরিবার।
এ ঘটনার পর গত মাসের ২৩ অক্টোবর ক্যাম্পের একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। এ ঘটনাতেও আরসাকে দায়ী করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরসার অস্তিত্ব স্বীকার না করলেও রোহিঙ্গা শিবিরে এ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে সাধারণ রোহিঙ্গারা জিম্মি হয়ে পড়েছে বলে রোহিঙ্গা নেতারা জানান।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অন্তত ২৫০ জন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সম্প্রতি আজকের পত্রিকায় রোহিঙ্গা শিবিরে অস্ত্রের পাহাড় শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের তরফ থেকে মামলা রুজু ও তিন আসামিকে হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
২ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
২ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে