কুমিল্লায় নির্মাণাধীন ভবন থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের নির্মাণাধীন ভবন থেকে আবদুস সালাম (৬৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুস সালাম কুড়িগ্রামের নাকেশরী থানার মমিনগঞ্জ এলাকার মৃত পনির মিয়া ছেলে। তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ও মৃতের স্বজনেরা জানান, হাউজিং এস্টেটের ২ নম্বর সেকশন পিবিআই কার্যালয় সংলগ্ন নির্মাণাধীন ভবন রিলেটিভ পার্কে নৈশপ্রহরীর কাজ করতেন আবদুস সালাম। পাশাপাশি দিনে রিকশাও চালাতেন। আজ সকালে ওই ভবনে আবদুস সালামের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মৃতের ছেলে জাহিদ বলেন, ‘গত বুধবার বাবা একা বাড়ি পাহারা দিচ্ছিল। ওই সময় নূরপুরের কয়েকজন ছেলে ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে প্রায় সাত হাজার টাকা আমার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার ওই ভবনেই দুপুরের খাওয়া দাওয়া করে। তখনো বাবার সঙ্গে ফোনে কথা হয়। একই দিন মাগরিবের নামাজের সময় থেকে বাবার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে গতকাল শুক্রবার অনেক খোঁজাখুঁজি করেও বাবাকে না পেয়ে বাসায় চলে আসি। আজ সকালে শুনি আমার বাবার মরদেহ নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পড়ে আছে। শুধু তাই নয়, পঞ্চম তলায় মোবাইল ও তৃতীয় তলায় জুতা পড়ে আছে।’

এ বিষয়ে কুমিল্লা থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত