মাদক মামলায় চট্টগ্রামে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামে মাদক মামলায় তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। রায়ে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

দণ্ডিতরা হলেন-মো. ইব্রাহিম (২৬), জাহেদ হোসেন (২৫) ও মাহমুদুল হক (২৩)। তাঁরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। 

চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে হাজির ছিলেন। এদের মধ্যে দুজন ছিলেন হাজতি, আরেকজন জামিনে। রায়ের পর সাজা মূলে পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। এই মামলায় সহযোগিতা করেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নূরজাহান ইসলাম মুন্না। 

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর তিন যুবক দুটি মোটরসাইকেলে করে বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘির পাড় অতিক্রমের সময় পটিয়া ও আনোয়ারা থানা–পুলিশের তল্লাশি চৌকিতে তাদের আটক করা হয়। ওই সময় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

সে সময় পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের মধ্যে মাহমুদুল হক টেকনাফ কলেজের অনার্সের এবং জাহেদ এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আর ইব্রাহিম ছিল কৃষি শ্রমিক। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তিন লাখ টাকার চুক্তিতে তারা ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে এসেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় গ্রেপ্তার তিনজনসহ চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। 

মামলার অভিযোগপত্রে পুলিশ তিনজনকে আসামি করে। অভিযোগ গঠনের পর ৩১ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ মোট ২১ জন সাক্ষী আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বুধবার আদালত তাঁদের এই সাজা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত