চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ২৭
Thumbnail image

চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২০) নামে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সন্ধ্যায় খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত কিশোর সুজন নোয়াখালীর সেনবাগ থানার সেনবাগ রাস্তার মাথা এলাকার মোহাম্মদ রিপনের ছেলে। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, একটি খুনের ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত হচ্ছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় গুরুতর আহত সুজনসহ দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সুজনকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত সুজন ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্থানীয় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের সহসভাপতি মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী সমর্থক ছিলেন। পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত