নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ভূমিকম্পের পর একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই ভবনের বাসিন্দারা।
আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আগে থেকে হেলে থাকা ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪২৯ /এ কাপাসগোলা সড়কের (উর্দু গলি) রহমান ভিলাটি পাশের ফরিদ মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনে গিয়ে হেলে পড়েছে। তবে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে।
রহমান ভিলার নিচতলার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘হেলে পড়ার পরও ভবন মালিকের কোনো পদক্ষেপ নেই। আমরা এখন খুব অনিরাপদে বসবাস করছি।’
দ্বিতীয় তলার আরেক বাসিন্দা রৌশন চৌধুরী বলেন, ‘জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো ভবনের বাসিন্দারা। আমরা খুব শিগগিরই বাসা ছেড়ে দেব।’
রহমান ভিলার কেয়ারটেকার চৌধুরী বাবু বলেন, হেলে পড়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে।
হেলে পড়া ভবনের মালিক মো. ফরিদ উদ্দিন বলেন, `হেলে পড়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমার ভবনটি অনেক শক্ত হওয়ায় এর কিছু হবে না।'
মো. ফরিদ উদ্দিন বলেন, ‘যদিও ভবনটি আগে থেকে একটু হেলে পড়েছিল। তখন ফাঁকও ছিল। ভোরে ভূমিকম্পের পর পাশের ভবনে একেবারে লেগে গেছে। তবে বিষয়টি এখনো কাউকে জানায়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ভূমিকম্পের পর একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই ভবনের বাসিন্দারা।
আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আগে থেকে হেলে থাকা ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪২৯ /এ কাপাসগোলা সড়কের (উর্দু গলি) রহমান ভিলাটি পাশের ফরিদ মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনে গিয়ে হেলে পড়েছে। তবে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে।
রহমান ভিলার নিচতলার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘হেলে পড়ার পরও ভবন মালিকের কোনো পদক্ষেপ নেই। আমরা এখন খুব অনিরাপদে বসবাস করছি।’
দ্বিতীয় তলার আরেক বাসিন্দা রৌশন চৌধুরী বলেন, ‘জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো ভবনের বাসিন্দারা। আমরা খুব শিগগিরই বাসা ছেড়ে দেব।’
রহমান ভিলার কেয়ারটেকার চৌধুরী বাবু বলেন, হেলে পড়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে।
হেলে পড়া ভবনের মালিক মো. ফরিদ উদ্দিন বলেন, `হেলে পড়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমার ভবনটি অনেক শক্ত হওয়ায় এর কিছু হবে না।'
মো. ফরিদ উদ্দিন বলেন, ‘যদিও ভবনটি আগে থেকে একটু হেলে পড়েছিল। তখন ফাঁকও ছিল। ভোরে ভূমিকম্পের পর পাশের ভবনে একেবারে লেগে গেছে। তবে বিষয়টি এখনো কাউকে জানায়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
১৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
২৭ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
৩১ মিনিট আগেমানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে