চট্টগ্রামে শনিবার থেকে ফের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বিআরটিসি বাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১: ২৪

স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিআরটিসির দ্বিতল ১০টি বাস ফের চালু হচ্ছে আগামী শনিবার থেকে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন বাসগুলোর ট্রায়াল রান হচ্ছে।

উল্লেখ্য,২০২০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০টি দ্বিতল বাস চালু করে বিআরটিসি। ১৭ মার্চ করোনার কারণে স্কুল বন্ধ হয়ে গেলে বাসগুলো হাটহাজারী উপজেলার নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে রাখা হয়। ১৮ মাস পর স্কুল খোলার খবরে শিক্ষার্থীদের জন্য বাস চালুর পদক্ষেপ নেয় বিআরটিসি। 

বিআরটিসি বাস ডিপো সূত্র জানায়, গাড়িগুলো দীর্ঘদিন বসে থাকায় কিছুটা মেরামত করতে হচ্ছে। এ জন্য স্কুল খোলার দিন বাস চালু সম্ভব হয়নি। 

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মারুফ উল্লাহ ও গালিব চৌধুরী বাস সার্ভিস চালুর বিষয়টি তদারকি করছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত