প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাসলিমা বেগম (৩৫) নামের এক গর্ভবতী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের ভৈরবের এক কাজি অফিসে হয়েছে।
মানসিক ভারসাম্যহীন তাসলিমা বেগম উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের নিধন মিয়া মেয়ে। বর ওই গ্রামেরই রহমত আলীর ছেলে নুর আলী (৪৮)। এটি তাঁর তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রীর এক ছেলে দুই মেয়ে। সবারই বিয়ে হয়ে গেছে। ছেলে বিদেশে থাকে।
তাসলিমার ভাই আবু মিয়া জানায়, নুর আলী আমার বন্ধু। আমাদের বাড়িতে আসা যাওয়া করত। আমি ভৈরব রিকশা চালাই। আমার বোনটি বাড়িতে একা থাকতেন। মা–বাবা নেই। নুর আলী আমার পাগল বোনটিকে বিয়ের কথা বলে খারাপ কাজ করে পেটে বাচ্চা দিয়েছে। ৫ মাসের গর্ভবতী আমার বোন। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রামের কিছু মানুষ নুর আলীর সঙ্গে আমার বোনকে বিয়ে দিয়ে দেন।
ওই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা আবদুর রহমান বলেন, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এ বিয়ে টিকবে না। নুর আলী অপকর্মের শাস্তি পায়নি। তাকে দেওয়া হয়েছে প্রমোশন। দেড় বছর আগে আরেক বার নুর আলী জোরপূর্বক এই মেয়েটিকেই ধর্ষণের চেষ্টা করেছিল। এ ঘটনায় থানায় মামলাও হয়েছিল। তখনো ওই গ্রামের এই সালিসকারীরা মেয়েটির ইজ্জতের মূল্য নির্ধারণ করেছিল ১ লাখ ৬০ হাজার টাকা।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসেন মোবারক বলেন, ধর্ষণের ঘটনায় শান্তি-শৃঙ্খলার লক্ষ্যে গ্রামবাসী বসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ৪ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে বলে শুনেছি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাসলিমা বেগম (৩৫) নামের এক গর্ভবতী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের ভৈরবের এক কাজি অফিসে হয়েছে।
মানসিক ভারসাম্যহীন তাসলিমা বেগম উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের নিধন মিয়া মেয়ে। বর ওই গ্রামেরই রহমত আলীর ছেলে নুর আলী (৪৮)। এটি তাঁর তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রীর এক ছেলে দুই মেয়ে। সবারই বিয়ে হয়ে গেছে। ছেলে বিদেশে থাকে।
তাসলিমার ভাই আবু মিয়া জানায়, নুর আলী আমার বন্ধু। আমাদের বাড়িতে আসা যাওয়া করত। আমি ভৈরব রিকশা চালাই। আমার বোনটি বাড়িতে একা থাকতেন। মা–বাবা নেই। নুর আলী আমার পাগল বোনটিকে বিয়ের কথা বলে খারাপ কাজ করে পেটে বাচ্চা দিয়েছে। ৫ মাসের গর্ভবতী আমার বোন। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রামের কিছু মানুষ নুর আলীর সঙ্গে আমার বোনকে বিয়ে দিয়ে দেন।
ওই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা আবদুর রহমান বলেন, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এ বিয়ে টিকবে না। নুর আলী অপকর্মের শাস্তি পায়নি। তাকে দেওয়া হয়েছে প্রমোশন। দেড় বছর আগে আরেক বার নুর আলী জোরপূর্বক এই মেয়েটিকেই ধর্ষণের চেষ্টা করেছিল। এ ঘটনায় থানায় মামলাও হয়েছিল। তখনো ওই গ্রামের এই সালিসকারীরা মেয়েটির ইজ্জতের মূল্য নির্ধারণ করেছিল ১ লাখ ৬০ হাজার টাকা।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসেন মোবারক বলেন, ধর্ষণের ঘটনায় শান্তি-শৃঙ্খলার লক্ষ্যে গ্রামবাসী বসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ৪ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে বলে শুনেছি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে