হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১২০ কেজি ইলিশ মাছ, জালসহ একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সকালে আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ট্রলারটি মৎস্য কার্যালয়ের অধীনে জব্দ করে রাখার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের আদালত। পরে জব্দ করা ইলিশ মাছ এতিমখানায় দিয়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।
এর আগে মঙ্গলবার ভোরে হাতিয়ার পূর্বপাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়।
নলচিরা নৌ-পুলিশের (ভারপ্রাপ্ত) ইনচার্জ অমিত সাহা জানান, নদীতে মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে আটক করে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি নৌ-পুলিশের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার গোলাম সরওয়ার জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলারটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
নোয়াখালী হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১২০ কেজি ইলিশ মাছ, জালসহ একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সকালে আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ট্রলারটি মৎস্য কার্যালয়ের অধীনে জব্দ করে রাখার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের আদালত। পরে জব্দ করা ইলিশ মাছ এতিমখানায় দিয়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।
এর আগে মঙ্গলবার ভোরে হাতিয়ার পূর্বপাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়।
নলচিরা নৌ-পুলিশের (ভারপ্রাপ্ত) ইনচার্জ অমিত সাহা জানান, নদীতে মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে আটক করে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি নৌ-পুলিশের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার গোলাম সরওয়ার জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলারটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
সিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
২ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৪ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
৯ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
২৫ মিনিট আগে