Ajker Patrika

মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১১

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ২০: ১১
মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১১

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে প্রাথমিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মীরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেজানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি যাওয়ার সময় মাইক্রোবাসটি দ্রুত রেললাইন অতিক্রমের চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়। 

মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। পর্যটকেরা খৈয়াছড়া ঝরনা থেকে ফিরছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি। 

মীরসরাই থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত