সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক সান্টু গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও কারখানার পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন বলেন, গ্রেপ্তার সান্টু বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি। আজ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর মামলায় অভিযুক্ত কারখানার অপর দুই পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), আশরাফ উদ্দিন বাপ্পিকে (৪২) গ্রেপ্তারে তাঁদের সীতাকুণ্ডের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু তারা পালিয়ে যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা চট্টগ্রাম নগরী থেকে মামলার ২ নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেপ্তার করেছে।’ 

গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্লান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৭জনের প্রাণহানি ও ২৫ জন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত