চট্টগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৯: ০৬
Thumbnail image

চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার এসব গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা করা হয়।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাব অনুসারে হজের পরের দিন ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। দরবার শরিফের অনুসারীরা দুই শতাধিক বছর ধরে এই রীতি মেনে ঈদুল আজহা পালন করে আসছেন।

মির্জাখীল দরবারের অনুসারীরা জানান, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বারখাইন, বরুমচড়া, খাসখামা, কাটাখালী ও রায়পুর এবং বাঁশখালী উপজেলার কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া ও পুঁইছড়ি গ্রামে আজ সকাল ৮টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে আজ সকাল সাড়ে ৯টার দিকে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বাইরে দেশের শতাধিক গ্রামেও ঈদের নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

ঈদ উদ্‌যাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের শাহাজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে দুই শতাধিক বছর ধরে এই রীতি পালন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত