Ajker Patrika

উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের ১১৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

কুমিল্লা প্রতিনিধি
উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের ১১৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

কুমিল্লায় উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের ১১৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজন নগরীর চর্থার শচীন দেববর্মণের বাড়িতে শিল্পীর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। পরে জেলা শিল্পকলা একাডেমি, জেলা কালচারাল কমপ্লেক্স, বাংলা সংস্কৃতি বলয়, সাংস্কৃতিক সংসদ কুমিল্লা, কুমিল্লা জেলা স্কুল, ইউসুফ হাই স্কুল, নজরুল পরিষদ, জাসাস কুমিল্লা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিল্পীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পষ্কজ বড়ুয়া, রেভিনিও ডেপুটি কালেক্টর (আরডিসি) ফারিয়া ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (এনডিসি) মো. মেহেদী হাসান শাওন, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলামিন, উদীচীর সভাপতি ও কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় যে উপমহাদেশের বরেণ্য সংগীতজ্ঞ শচীন দেববর্মণের বাড়ি কুমিল্লায়। দেববর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরই তিন দিনব্যাপী শিল্পীর বাড়িতে শচীন মেলার আয়োজন করা হয়। এবারও তা আয়োজন করা হবে। 

তিনি আরও বলেন, শিল্পীর বাড়িটিতে সংরক্ষণের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। সারা বছরই যেন বাড়িটিতে উৎসব মুখর থাকে সে বিষয়ে নানামুখী পরিকল্পনার করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত