হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জালসহ মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করেন।
নৌ-পুলিশ জানায়, গভীর রাতে মেঘনা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশের একটি দল। এ সময় টাংকির ঘাটের কাছে নদীতে জাল পাতানো অবস্থায় একটি ছোট মাছ ধরার নৌকা পাওয়া যায়। পরে নৌকায় থাকা চার জেলে হাতিয়ার হরনী ইউনিয়নের মো. সালা উদ্দিন (২৬), মো. হাসিব (১৯), মো. হানিফ (২০), মো. স্বপন (২৮), জাহাজমারা ইউনিয়নের আব্দুর রহিম (১৮), মো. ইউছুফ (১৯) ও মো. মনির মাঝিকে (২৬) আটক করে নলচিরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহার করা একটি নৌকা ও ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) মেহেদী জামান জানান, আটক জেলেদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা দিয়েছে।
এদিকে একই সময়ে হাতিয়ার মৌলভীর চরের কাছে মেঘনা নদী থেকে একটি ছোট নৌকা জব্দ করে মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর নেতৃত্বে পরিচালিত দল। এ সময় নৌকায় থাকা ছয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে জাল ও নৌকা মৎস্য অফিসের অধীনে জব্দ করে রাখা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন ধরে এ ধরনের সংবাদ আসছে। এর জন্য রাতে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’
নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জালসহ মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করেন।
নৌ-পুলিশ জানায়, গভীর রাতে মেঘনা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশের একটি দল। এ সময় টাংকির ঘাটের কাছে নদীতে জাল পাতানো অবস্থায় একটি ছোট মাছ ধরার নৌকা পাওয়া যায়। পরে নৌকায় থাকা চার জেলে হাতিয়ার হরনী ইউনিয়নের মো. সালা উদ্দিন (২৬), মো. হাসিব (১৯), মো. হানিফ (২০), মো. স্বপন (২৮), জাহাজমারা ইউনিয়নের আব্দুর রহিম (১৮), মো. ইউছুফ (১৯) ও মো. মনির মাঝিকে (২৬) আটক করে নলচিরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহার করা একটি নৌকা ও ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) মেহেদী জামান জানান, আটক জেলেদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা দিয়েছে।
এদিকে একই সময়ে হাতিয়ার মৌলভীর চরের কাছে মেঘনা নদী থেকে একটি ছোট নৌকা জব্দ করে মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর নেতৃত্বে পরিচালিত দল। এ সময় নৌকায় থাকা ছয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে জাল ও নৌকা মৎস্য অফিসের অধীনে জব্দ করে রাখা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়েছে। কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন ধরে এ ধরনের সংবাদ আসছে। এর জন্য রাতে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
৯ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
২৬ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
২৮ মিনিট আগে