দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় গাড়িবহরে হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘খুন গুম এই সরকারের বৈশিষ্ট্য। আজকে তারা আমার গাড়িবহরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’
বিএনপির পক্ষে বলা হচ্ছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনীর দাগনভূঞায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। সে সমাবেশকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দেয়। এমনকি বিএনপি নেতাকর্মীদের শহরের দিকে আসতে বাধা দেয়। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে। বিএনপির অভিযোগ, প্রায় ৩০০ জন নেতাকর্মী আহত হয়েছে। ৫০০ মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ওমর ফারুক খান দাবি করেন, হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। এতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত নয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু সাহেবের গাড়িটি অক্ষত ছিল। তাঁর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পেছনের একটি গাড়িতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ফেনীর দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় গাড়িবহরে হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘খুন গুম এই সরকারের বৈশিষ্ট্য। আজকে তারা আমার গাড়িবহরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’
বিএনপির পক্ষে বলা হচ্ছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনীর দাগনভূঞায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। সে সমাবেশকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দেয়। এমনকি বিএনপি নেতাকর্মীদের শহরের দিকে আসতে বাধা দেয়। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে। বিএনপির অভিযোগ, প্রায় ৩০০ জন নেতাকর্মী আহত হয়েছে। ৫০০ মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ওমর ফারুক খান দাবি করেন, হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। এতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত নয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু সাহেবের গাড়িটি অক্ষত ছিল। তাঁর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পেছনের একটি গাড়িতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
৫ মিনিট আগেমাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৩ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩ ঘণ্টা আগে