সীতাকুণ্ডে আগুনে পুড়ল ১৭টি দোকান ও গুদাম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে ১১টি দোকান ও ৬টি গুদাম পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যাবসায়ীরা। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার পৌর সদরের কলেজ রোডে (আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার জানান, সকালে ব্যবসায়ী বিশ্বজিতের ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বেলালের ফোমের দোকান, স্টার লাইব্রেরি, বাবুলের লেপ তোষকের দোকানসহ আশপাশের ১১টি দোকান ও ৬টি গুদামে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলেও কলেজ রোডের প্রবেশ মুখে থাকা মেলার গেটের কারণে ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে গেট সরিয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। এতে আশপাশের অনেক দোকানপাট রক্ষা পেলেও দুই ঘন্টা স্থায়ী আগুনে পুড়ে যায় ১৭টি দোকান ও গুদামে থাকা সমস্ত মালামাল। 

রেজাউল করিম বাহার আরও বলেন, এই অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে নিঃস্ব হয়েছেন দশজন ব্যবসায়ী।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু কলেজ রোডের প্রবেশ মুখে মেলা কমিটির গেটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। তারপরও সে বাধা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফোমের গোডাউনে থাকা মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত