নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন কমিশনের ১০৮ নম্বর কেন্দ্র। প্রধান গেট দিয়ে ঢুকতেই কেন্দ্রের ভোটকক্ষের দায়িত্বে থাকা এক নারী এজেন্ট বের হয়ে যাচ্ছেন। বের হওয়ার কারণ জিজ্ঞেস করতেই উত্তর, ‘ভোটার নেই, ফাঁকা, তাই নাশতা করতে যাচ্ছি।’ নাম জানতে চাইলে তিনি বলেননি। তবে তাঁর গলায় নির্বাচন কমিশন থেকে পাওয়া পোলিং এজেন্টের পরিচয়পত্র ঝুলাতে দেখা গেছে।
কেন্দ্রের ভেতরে গিয়ে এই পোলিং এজেন্টের কথার সঙ্গে মিল পাওয়া গেছে। তিনটি ভোটকক্ষে বেলা দেড়টা পর্যন্ত যথাক্রমে ভোট পড়েছে ৪, ৮ ও ২৯টি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৩ জন। অবশ্য প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামানের দাবি, এই কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে; যা শতকরা ৫ শতাংশ। ভোটার উপস্থিতি ও ভোট কম কাস্টিং হওয়ার কয়েকটি কারণও বলেছেন তিনি।
আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঈদে অনেকে বাড়িতে গেছেন, তাঁরা না আসায় ভোটার কম। এ ছাড়া অনেকে চাকরিজীবী, তাঁরা হয়তো বিকেলের দিকে আসবেন।
সরেজমিন দুপুর ১২টা থেকে এক ঘণ্টা অবস্থান করে একজন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। তিনটি ভোটকক্ষে পোলিং এজেন্টরা বেশ হাসিখুশি। নাশতা করছেন। গল্প করছেন। কেউ কেউ বেরও হয়ে গেছেন।
এদিকে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এ ছাড়া তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন এবং নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
চট্টগ্রামের চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন কমিশনের ১০৮ নম্বর কেন্দ্র। প্রধান গেট দিয়ে ঢুকতেই কেন্দ্রের ভোটকক্ষের দায়িত্বে থাকা এক নারী এজেন্ট বের হয়ে যাচ্ছেন। বের হওয়ার কারণ জিজ্ঞেস করতেই উত্তর, ‘ভোটার নেই, ফাঁকা, তাই নাশতা করতে যাচ্ছি।’ নাম জানতে চাইলে তিনি বলেননি। তবে তাঁর গলায় নির্বাচন কমিশন থেকে পাওয়া পোলিং এজেন্টের পরিচয়পত্র ঝুলাতে দেখা গেছে।
কেন্দ্রের ভেতরে গিয়ে এই পোলিং এজেন্টের কথার সঙ্গে মিল পাওয়া গেছে। তিনটি ভোটকক্ষে বেলা দেড়টা পর্যন্ত যথাক্রমে ভোট পড়েছে ৪, ৮ ও ২৯টি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৩ জন। অবশ্য প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামানের দাবি, এই কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে; যা শতকরা ৫ শতাংশ। ভোটার উপস্থিতি ও ভোট কম কাস্টিং হওয়ার কয়েকটি কারণও বলেছেন তিনি।
আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঈদে অনেকে বাড়িতে গেছেন, তাঁরা না আসায় ভোটার কম। এ ছাড়া অনেকে চাকরিজীবী, তাঁরা হয়তো বিকেলের দিকে আসবেন।
সরেজমিন দুপুর ১২টা থেকে এক ঘণ্টা অবস্থান করে একজন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। তিনটি ভোটকক্ষে পোলিং এজেন্টরা বেশ হাসিখুশি। নাশতা করছেন। গল্প করছেন। কেউ কেউ বেরও হয়ে গেছেন।
এদিকে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বোয়ালখালী আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর সমর্থকেরাও রয়েছেন মাঠে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। এ ছাড়া তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন এবং নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২১ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগে