নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে নারী রোগীদের যৌন হয়রানি-চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের নারী ও শিশু ইউনিটের রোগী এবং তাদের স্বজনেরা জানিয়েছেন, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই ওয়ার্ডের চিকিৎসকের এক সহযোগী এই ঘটনা ঘটান। বিষয়টি তাঁরা কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধানকে জানিয়েছেন। তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ঘটনার প্রত্যক্ষদর্শী রোগী ও স্বজনদের ডেকে নিয়ে তাঁদের কাছ থেকে মুচলেকা আদায় করেছেন।
এ ঘটনায় চিকিৎসা না নিয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা। রাতের এ ঘটনার পর মাছুম বিল্লাহ নামে এক শিশু রোগীর মা তাঁর সন্তানকে অপারেশন না করিয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে যান।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডা. নাজমুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্টের নাম রবিন। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চাকরি করেন। বাইপাস সার্জারি করার সময় হার্ট লাঙ অপারেটর হিসেবে কাজ করতে তাঁকে সোমবার ঢাকা থেকে চমেকে আনা হয়। চমেকে হার্ট লাঙ মেশিন পরিচালনায় অভিজ্ঞ কেউ না থাকায় তাঁকে প্রতি সপ্তাহে এখানে নিয়ে আসা হয়। সোমবার রাতে তিনি কার্ডিয়াক সার্জারি বিভাগের নারী ও শিশু ইউনিট লাগোয়া এক কক্ষে রাত্রি যাপন করেন।
হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে দুটি ইউনিট আছে। এর মধ্যে একটিতে পুরুষ রোগীরা থাকে, অন্যটিতে নারী ও শিশু রোগীরা থাকে। যেখানে রাতের বেলায় কোনো পুরুষকে প্রবেশ করতে দেওয়া হয় না।
ইয়াছমিন নামে রোগীর এক অ্যাটেনডেন্ট আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে ওই যুবক নারী ও শিশু ওয়ার্ডে নানাভাবে উঁকিঝুঁকি মারছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় ভয়ে আমরা কয়েকজন (রোগীর অ্যাটেনডেন্ট) ইউনিটের ভেতরে একসঙ্গে বিছানা পেতে শুয়ে ছিলাম। রাত ২টার দিকে আমাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যাওয়ায় হঠাৎ চোখ খুলে দেখেন ওই যুবক বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। পরে আমাদের ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেওয়ার পর আমরা চিৎকার দিলে তিনি দৌড়ে তাঁর কক্ষে চলে যান। এরপর ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।’
একই ধরনের বক্তব্য দিয়েছেন কামরুন্নেসা নামে এক রোগীর স্বজন মজিবুল করিম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কাল রাতে যে ঘটনা ঘটেছে, সে সময় আমার রোগীও সেখানে ছিল। পরে সকালে এ ঘটনা আমাকে বলার পর আমি বিষয়টি বিভাগীয় প্রধানকে জানিয়েছি। এ বিষয়ে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কিছুক্ষণ আগে আমার রোগী জানিয়েছে, তাকে কিছুক্ষণ আগে ডেকে নিয়ে মুচলেকা নিয়েছেন।’
শিশু রোগী মাছুম বিল্লাহর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখি ওই যুবক আমাদের বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। পরে সবাই চিৎকার দিলে তিনি দ্রুত চলে যান। তাঁর গায়ে কোনো কাপড় নেই। শুধু একটা প্যান্ট পরা ছিল। ডাক্তাররা পরেন যে ওই প্যান্টগুলো। আমার ভালো লাগতেছে না, আমার মা-ও অসুস্থ তাই আমরা রিলিজ নিয়ে চলে আসছি।’
এ বিষয়ে জানতে হাসপাতালে উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে ফোন করা হলে তিনি এ বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন।
পরে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানকে কল করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বিষয়টি একধরনের ভুল-বোঝাবুঝি। ঘটনার পর ওই বিভাগের প্রধান অভিযুক্ত যুবককে ডেকে কথা বলেছেন, সে জানিয়েছে, তখন সে টয়লেটে যাচ্ছিল। নারী রোগী ও তাদের স্বজনেরা বলেছেন, তাকে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এর বাইরে তার বিরুদ্ধে তাঁদের (নারী রোগী ও স্বজন) কোনো অভিযোগ নেই।’
শামীম আহসান আরও বলেন, ‘ওই লোকটা হলো অভিজ্ঞ। আমরা তাকে সপ্তাহে এক দিন ঢাকা থেকে আনি। গত ১০ বছর ধরে সে এখানে কাজ করছে। তার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে নারী রোগীদের যৌন হয়রানি-চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ওয়ার্ডের নারী ও শিশু ইউনিটের রোগী এবং তাদের স্বজনেরা জানিয়েছেন, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই ওয়ার্ডের চিকিৎসকের এক সহযোগী এই ঘটনা ঘটান। বিষয়টি তাঁরা কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধানকে জানিয়েছেন। তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ঘটনার প্রত্যক্ষদর্শী রোগী ও স্বজনদের ডেকে নিয়ে তাঁদের কাছ থেকে মুচলেকা আদায় করেছেন।
এ ঘটনায় চিকিৎসা না নিয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা। রাতের এ ঘটনার পর মাছুম বিল্লাহ নামে এক শিশু রোগীর মা তাঁর সন্তানকে অপারেশন না করিয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে যান।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডা. নাজমুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্টের নাম রবিন। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চাকরি করেন। বাইপাস সার্জারি করার সময় হার্ট লাঙ অপারেটর হিসেবে কাজ করতে তাঁকে সোমবার ঢাকা থেকে চমেকে আনা হয়। চমেকে হার্ট লাঙ মেশিন পরিচালনায় অভিজ্ঞ কেউ না থাকায় তাঁকে প্রতি সপ্তাহে এখানে নিয়ে আসা হয়। সোমবার রাতে তিনি কার্ডিয়াক সার্জারি বিভাগের নারী ও শিশু ইউনিট লাগোয়া এক কক্ষে রাত্রি যাপন করেন।
হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে দুটি ইউনিট আছে। এর মধ্যে একটিতে পুরুষ রোগীরা থাকে, অন্যটিতে নারী ও শিশু রোগীরা থাকে। যেখানে রাতের বেলায় কোনো পুরুষকে প্রবেশ করতে দেওয়া হয় না।
ইয়াছমিন নামে রোগীর এক অ্যাটেনডেন্ট আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে ওই যুবক নারী ও শিশু ওয়ার্ডে নানাভাবে উঁকিঝুঁকি মারছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় ভয়ে আমরা কয়েকজন (রোগীর অ্যাটেনডেন্ট) ইউনিটের ভেতরে একসঙ্গে বিছানা পেতে শুয়ে ছিলাম। রাত ২টার দিকে আমাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যাওয়ায় হঠাৎ চোখ খুলে দেখেন ওই যুবক বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। পরে আমাদের ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেওয়ার পর আমরা চিৎকার দিলে তিনি দৌড়ে তাঁর কক্ষে চলে যান। এরপর ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।’
একই ধরনের বক্তব্য দিয়েছেন কামরুন্নেসা নামে এক রোগীর স্বজন মজিবুল করিম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কাল রাতে যে ঘটনা ঘটেছে, সে সময় আমার রোগীও সেখানে ছিল। পরে সকালে এ ঘটনা আমাকে বলার পর আমি বিষয়টি বিভাগীয় প্রধানকে জানিয়েছি। এ বিষয়ে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কিছুক্ষণ আগে আমার রোগী জানিয়েছে, তাকে কিছুক্ষণ আগে ডেকে নিয়ে মুচলেকা নিয়েছেন।’
শিশু রোগী মাছুম বিল্লাহর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখি ওই যুবক আমাদের বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। পরে সবাই চিৎকার দিলে তিনি দ্রুত চলে যান। তাঁর গায়ে কোনো কাপড় নেই। শুধু একটা প্যান্ট পরা ছিল। ডাক্তাররা পরেন যে ওই প্যান্টগুলো। আমার ভালো লাগতেছে না, আমার মা-ও অসুস্থ তাই আমরা রিলিজ নিয়ে চলে আসছি।’
এ বিষয়ে জানতে হাসপাতালে উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে ফোন করা হলে তিনি এ বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন।
পরে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানকে কল করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বিষয়টি একধরনের ভুল-বোঝাবুঝি। ঘটনার পর ওই বিভাগের প্রধান অভিযুক্ত যুবককে ডেকে কথা বলেছেন, সে জানিয়েছে, তখন সে টয়লেটে যাচ্ছিল। নারী রোগী ও তাদের স্বজনেরা বলেছেন, তাকে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এর বাইরে তার বিরুদ্ধে তাঁদের (নারী রোগী ও স্বজন) কোনো অভিযোগ নেই।’
শামীম আহসান আরও বলেন, ‘ওই লোকটা হলো অভিজ্ঞ। আমরা তাকে সপ্তাহে এক দিন ঢাকা থেকে আনি। গত ১০ বছর ধরে সে এখানে কাজ করছে। তার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
৪ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
২২ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে