৪ ঘণ্টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছাল উদ্বোধনী ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ২৩: ১৮
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯: ৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন করার পরে এই ট্রেনেই রামু রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। তারপর ট্রেনটি আবার কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফেরত আসে। শনিবার বেলা ৫টা ৪ মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। 

তারপর রামু রেলওয়ে স্টেশন, ঈদগাহ রেলওয়ে স্টেশন, দোহাজারী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। এরপর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি। 

কক্সবাজার থেকে উদ্বোধনী ট্রেনটিতে ছিল ১৯টি বগি ও ২ ইঞ্জিন। এর মধ্যে ৪ বগি ও একটি ইঞ্জিন চট্টগ্রাম স্টেশনে রেখে ৪৫ মিনিটের যাত্রাবিরতি শেষে ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। 

এর আগে ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেনটির রামু স্টেশনে গিয়েছিল।  আবার ফিরে আসে কক্সবাজার স্টেশনে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত