Ajker Patrika

আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের যৌথ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২৩: ২২
আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের যৌথ সভা অনুষ্ঠিত

মিরসরাই ভিত্তিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান 'নয়া দালানের' উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। 

নয়া দালান গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম সিনিয়র ক্লাবে নয়া দালানের প্রধান উপদেষ্টা এমডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় নয়া দালানের চলমান ও সম্ভাব্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। 
 
কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে নয়া দালান সাধারণ সম্পাদক আইয়ুব আদর, আফনান হাসান ইমরান, সরোয়ার আলম পারভেজ, মেহেদি হাসান রিয়াদ, আয়নুর রহমান, তারেক মাহমুদ ও কন্ট্রিবিউটর সাকিব ইসলাম উপস্থিত ছিলেন। 

সভায় গত দুই মাসের নয়া দালানের বিভিন্ন কার্যক্রমের বিবরণ উপস্থাপন করে সাম্প্রতিক নানা কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করা হয়। নয়া দালানের নতুন কয়েকটি কর্মসূচি সভায় গৃহীত হয়েছে। 

উল্লেখ্য, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রেক্ষাপটে পরিবর্তনশীল কাঠামোর চ্যালেঞ্জগুলাকে মোকাবিলা করে সুন্দর ও নিরাপদ মীরসরাই গড়তে গবেষণা ভিত্তিক সংস্থা 'নয়া দালান' প্রতিষ্ঠিত হয়। পরিবেশ, আর্থসামাজিক, ঐতিহ্য ও সংস্কৃতিসহ মোট পাঁচটি বিষয় নিয়ে কাজ করছে নয়া দালান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত