নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক যুবককে কাউন্সিলর কার্যালয়ে তুলে নিয়ে মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। আর কারাগার থেকে জামিনে বেরিয়ে তিনি হ্যারিয়ার গাড়িতে চড়ে নিজ বাসায় ফিরেছেন। সামনে ছিল তাঁর সমর্থক-নেতা-কর্মীদের মোটরসাইকেল শো-ডাউন।
গতকাল সোমবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কারা ফটক থেকে বেরোনোর একাধিক ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হ্যারিয়ার জিপে চড়ে কাউন্সিলর টিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে রওনা দিচ্ছেন। এ সময় সেখানে অপেক্ষমাণ সমর্থক ও নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সামনে ২০-২৫টি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তাঁর নিজ বাসা কাপাসগোলা এলাকায় পৌঁছান।
গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় একটি ফার্মেসির সামনে থেকে মেহেদী হাসান রাকিব (৩৩) নামে একজনকে তুলে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ওই যুবককে মারধর, জখম ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। ওই ঘটনায় পরদিন (৪ মার্চ) নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই যুবক।
গত ১৯ মার্চ ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে টিনুর পক্ষে তাঁর আইনজীবী আবারও জামিন প্রার্থনা করলে গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাঁর জামিন মঞ্জুর করেন। ওই দিন জামিন পেয়ে বিকেলে তিনি কারামুক্তি পান।
তবে টিনুর পক্ষে সমর্থকেরা বলছেন, কাউন্সিলর টিনুর বিরুদ্ধে যে যুবক মামলা করেছে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ও ফার্মেসিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই অপরাধে ধরার পর স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কাউন্সিলর নিজ কার্যালয়ে ডেকে পাঠান। কিন্তু ঘটনাটিকে ভিন্নভাবে উত্থাপন করে একটি চক্র সুবিধা নিয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতার জড়িত থাকার অভিযোগ করেন তাঁরা।
চট্টগ্রামে এক যুবককে কাউন্সিলর কার্যালয়ে তুলে নিয়ে মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। আর কারাগার থেকে জামিনে বেরিয়ে তিনি হ্যারিয়ার গাড়িতে চড়ে নিজ বাসায় ফিরেছেন। সামনে ছিল তাঁর সমর্থক-নেতা-কর্মীদের মোটরসাইকেল শো-ডাউন।
গতকাল সোমবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কারা ফটক থেকে বেরোনোর একাধিক ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি হ্যারিয়ার জিপে চড়ে কাউন্সিলর টিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে রওনা দিচ্ছেন। এ সময় সেখানে অপেক্ষমাণ সমর্থক ও নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সামনে ২০-২৫টি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি তাঁর নিজ বাসা কাপাসগোলা এলাকায় পৌঁছান।
গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় একটি ফার্মেসির সামনে থেকে মেহেদী হাসান রাকিব (৩৩) নামে একজনকে তুলে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে ওই যুবককে মারধর, জখম ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ ওঠে কাউন্সিলের বিরুদ্ধে। ওই ঘটনায় পরদিন (৪ মার্চ) নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই যুবক।
গত ১৯ মার্চ ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে টিনুর পক্ষে তাঁর আইনজীবী আবারও জামিন প্রার্থনা করলে গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাঁর জামিন মঞ্জুর করেন। ওই দিন জামিন পেয়ে বিকেলে তিনি কারামুক্তি পান।
তবে টিনুর পক্ষে সমর্থকেরা বলছেন, কাউন্সিলর টিনুর বিরুদ্ধে যে যুবক মামলা করেছে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ও ফার্মেসিতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই অপরাধে ধরার পর স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কাউন্সিলর নিজ কার্যালয়ে ডেকে পাঠান। কিন্তু ঘটনাটিকে ভিন্নভাবে উত্থাপন করে একটি চক্র সুবিধা নিয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতার জড়িত থাকার অভিযোগ করেন তাঁরা।
মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গণপিটুনিতে আলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগানে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছালেহ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দলের তিন সদস্যকে এ ঘটনায় আটক করা হয়েছে।
২ মিনিট আগেগতকাল শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে আরও দুই সহপাঠীর সঙ্গে মৃত্যু হয়েছে জোবায়ের আলম সাকিবের। আজ রোববার সকাল ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরে গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সাকিবের মৃত্যুতে শোকাহত পুরো গ্রামের মানুষ।
২ মিনিট আগেসাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির এক যুগ পূর্তি হয়েছে আজ রোববার (২৪ নভেম্বর)। কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা।
১১ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
৩৩ মিনিট আগে