ফ্রিল্যান্সারের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ: ডিবির ৬ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২১: ৫১
Thumbnail image

ফ্রিল্যান্সারকে তুলে নিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া ঘটনায় নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের পরিদর্শক রুহুল আমিনের কাছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। 

গত মঙ্গলবার নির্দেশনাটি জারি করা হলেও বিষয়টি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রাণী প্রামাণিক। 

যাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন-নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মাইনুল হোসেন, জাহিদুর রহমান ও আব্দুর রহমান। 

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার গুলবাগ আবাসিক এলাকা থেকে ফ্রিল্যান্সার আবু বক্বর সিদ্দিককে আটক করা হয়। তাকে নিজেদের হেফাজতে রেখে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করে গোয়েন্দা পুলিশের দলটি। 

এ ছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট (ক্রিপ্টোকারেন্সি বিনিময়) থেকে ২ লাখ ৭৭ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা স্থানান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। 

অভিযোগ পেয়ে সিএমপি কমিশনার গত ২ মার্চ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত মঙ্গলবার (১২ মার্চ) তদন্ত প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান করা হয় সিএমপির কাউন্টার টেররিজম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে। অপর দুই সদস্য হলেন-ডিবির এডিসি শেখ মোহাম্মদ শাব্বির ও ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা। 

 এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিবির ছয়জন সদস্যকে সাময়িক বরখাস্তের একটি আদেশ আমরা গতকাল (বুধবার) পেয়েছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত