Ajker Patrika

৯৫৯ কোটি টাকা বাড়তি খরচে পানি যাচ্ছে কেইপিজেডে

  • প্রকল্প ব্যয় বেড়েছে ৯৫৯ কোটি, পানি উৎপাদন সেই ৬ কোটি লিটারই।
  • প্রকল্পের মেয়াদ আছে ২০২৫ সালের জুন পর্যন্ত।
সবুর শুভ, চট্টগ্রাম    
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫: ২৭
পানি সরবরাহের জন্য প্রস্তুত বোয়াখালী এলাকার চট্টগ্রাম ওয়াসার ভান্ডার জুড়ি প্রকল্প। ছবি: হেলাল সিকদার
পানি সরবরাহের জন্য প্রস্তুত বোয়াখালী এলাকার চট্টগ্রাম ওয়াসার ভান্ডার জুড়ি প্রকল্প। ছবি: হেলাল সিকদার

আট বছর আগে শুরু হওয়া চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে পানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি লিটার। সেই লক্ষ্যমাত্রার কোনো হেরফের হয়নি। তবে প্রকল্প ব্যয়ে বড় ধরনের হেরফের হয়েছে। শুরুর ১ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প ঠেকেছে ১ হাজার ৯৯৫ কোটিতে। বেশি ব্যয় হলো ৯৫৯ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্প থেকে আগামী সপ্তাহে আনোয়ারা উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) প্রথম পানি সরবরাহ করা হবে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ (কাফকো) শিল্পপ্রতিষ্ঠানে এ প্রকল্পের পানি যাবে।

একই প্রকল্প থেকে আবাসিক গ্রাহক পর্যায়েও পানি সরবরাহ করার কথা জানান প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুল আলম। পানি সরবরাহের পূর্ব প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ৭২ ঘণ্টার পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অনেক আগে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা ও করোনা মহামারিতে সার্বিক কাজে ছন্দপতন হয়েছে বলে দাবি ওয়াসা কর্তৃপক্ষের।

প্রকল্প পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘৬ কোটি লিটার পানি উৎপাদনে আট বছর আগে শুরু হওয়া প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যে আমরা কেইপিজেডে পানি সরবরাহের মধ্য দিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছি।’

প্রকল্পটির মাধ্যমে শিল্পাঞ্চলে ৮০ ভাগ এবং আবাসিকের গ্রাহকদের জন্য ২০ ভাগ পানি সরবরাহ করা হবে।

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ভান্ডালজুড়ি প্রকল্পের মাধ্যমে কেইপিজেডসহ ছোট-বড় ১৩টি শিল্পপ্রতিষ্ঠানে বাণিজ্যিক সংযোগ দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে দৈনিক ৪ কোটি লিটার পানি সরবরাহের টার্গেট আছে। এ ছাড়া আবাসিক গ্রাহকদের মাঝে দেওয়া হবে ২ কোটি লিটার পানি।

একই বিষয়ে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, ‘সামনের কয়েক দিনের মধ্যে কেইপিজেডে পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। ওয়াসার পানি পেলে এখানকার শিল্পকারখানায় উৎপাদন বেড়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত