চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ষাটোর্ধ্ব দিলসাবা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে আগুন লাগলে বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে যান। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে দিলসাবা বের হতে পারেননি। ঘরেই আগুনে দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারের চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলার নয়াপাড়া গ্রামের মৃত নুরুল হুদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দিলসাবা বেগম একই ইউনিয়নের বুড়িরপাড়ার মৃত ফজল করিমের মেয়ে।
ক্ষতিগ্রস্ত হেফজাতুর করিম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন টের পেয়ে আমি ও হানিফ কোনো রকম প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পারলেও আমার ফুফু দিলসাবা বেগম অসুস্থ মানুষ ঘরে থেকে বের হতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার বলেন, ‘আগুন লাগার পুলিশ, দমকল বাহিনী, স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে নেভানোর পর উদ্ধার করা হয় দগ্ধ বৃদ্ধার মরদেহ।’
ষাটোর্ধ্ব দিলসাবা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে আগুন লাগলে বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে যান। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে দিলসাবা বের হতে পারেননি। ঘরেই আগুনে দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারের চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলার নয়াপাড়া গ্রামের মৃত নুরুল হুদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দিলসাবা বেগম একই ইউনিয়নের বুড়িরপাড়ার মৃত ফজল করিমের মেয়ে।
ক্ষতিগ্রস্ত হেফজাতুর করিম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন টের পেয়ে আমি ও হানিফ কোনো রকম প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পারলেও আমার ফুফু দিলসাবা বেগম অসুস্থ মানুষ ঘরে থেকে বের হতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার বলেন, ‘আগুন লাগার পুলিশ, দমকল বাহিনী, স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে নেভানোর পর উদ্ধার করা হয় দগ্ধ বৃদ্ধার মরদেহ।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের ব
৭ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে ওই বৃদ্ধের নিজ বসত বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবিনা সুদে লাখ টাকার ঋণের প্রলোভনে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর থানায় পৃথক তিন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে থানায় এসব মামলা করা হয়। পৃথক তিন মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৭৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
১ ঘণ্টা আগেআইনজীবী শিশির মনির বলেন, তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন। তাঁকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন, যা চলমান। ওই মামলায় বিজয়ী হলে তাঁর চাকরিতে যোগ দিতে বাধা থাকবে না।
১ ঘণ্টা আগে