Ajker Patrika

কোস্ট গার্ডের অভিযান

মিয়ানমারে পাচারের সময় নাফ নদে নিত্যপণ্যবাহী ট্রলার জব্দ

কক্সবাজার প্রতিনিধি
নাফ নদে জব্দ হওয়া নিত্যপণ্য। ছবি: আজকের পত্রিকা
নাফ নদে জব্দ হওয়া নিত্যপণ্য। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে নাফ নদ দিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল নিত্যপণ্যবাহী একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম সমুদ্র উপকূল থেকে বিপুল নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে একটি ট্রলার নাফ নদের বঙ্গোপসাগরের মোহনা হয়ে মিয়ানমারে যাবে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ট্রলারটিকে কোস্ট গার্ডের আভিযানিক দল থামার সংকেত দেয়। একপর্যায়ে পাচারকারীরা নাফ নদের মোহনায় শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় ট্রলার ফেলে পালিয়ে যান।

শাকিব মেহবুব জানান, ট্রলার তল্লাশি করে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা পেরেক, ১৫ কার্টন টিনের পেরেক, ৭৭টি টিন ও ৩৪ কেজি চা-পাতা জব্দ করা হয়। তিনি বলেন, জব্দ করা এসব মালামাল ও ট্রলার টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত