মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি গাভি ৬ পা ও ২ জরায়ুবিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করেছে। গাভিটি বাছুর প্রসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে।
ওই ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের ঢালীবাড়ির আবদুস ছাত্তার ঢালীর গাভিটির বিরল বাছুর প্রসবের খবরে এলাক জুড়ে হইচই পড়ে যায়। বাছুরটি দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে ওই এলাকায়।
আব্দুস ছাত্তার ঢালী বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গরু লালন-পালন করে আসছি, কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম। বাছুরটির একটির জায়গায় দুটি জরায়ু, পেছনে দুটির জায়গায় চারটি পা আছে। বাকি সবকিছুই ঠিক আছে।
আব্দুস ছাত্তার ঢালী আরও বলেন, গাভিটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। পেছনের বাকি অংশ আর বের না হওয়ার পশু চিকিৎসকদের ডাকা হয়। তাঁরা এসে অনেকক্ষণ চেষ্টা করে বাছুরটিকে বাইরে বের করে আনেন। এতে গাভিটি একটু অসুস্থ হলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।
উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর আনজুম অনিক বলেন, বিরল বাছুর প্রসবের ব্যাপারটি প্রকৃতির একটি নিয়ম। এখানে কারও হাত নেই। বাছুরটি সঠিকভাবে মায়ের দুধ পেলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি গাভি ৬ পা ও ২ জরায়ুবিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করেছে। গাভিটি বাছুর প্রসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে।
ওই ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের ঢালীবাড়ির আবদুস ছাত্তার ঢালীর গাভিটির বিরল বাছুর প্রসবের খবরে এলাক জুড়ে হইচই পড়ে যায়। বাছুরটি দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে ওই এলাকায়।
আব্দুস ছাত্তার ঢালী বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গরু লালন-পালন করে আসছি, কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম। বাছুরটির একটির জায়গায় দুটি জরায়ু, পেছনে দুটির জায়গায় চারটি পা আছে। বাকি সবকিছুই ঠিক আছে।
আব্দুস ছাত্তার ঢালী আরও বলেন, গাভিটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। পেছনের বাকি অংশ আর বের না হওয়ার পশু চিকিৎসকদের ডাকা হয়। তাঁরা এসে অনেকক্ষণ চেষ্টা করে বাছুরটিকে বাইরে বের করে আনেন। এতে গাভিটি একটু অসুস্থ হলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।
উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর আনজুম অনিক বলেন, বিরল বাছুর প্রসবের ব্যাপারটি প্রকৃতির একটি নিয়ম। এখানে কারও হাত নেই। বাছুরটি সঠিকভাবে মায়ের দুধ পেলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
১২ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
২৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
৪০ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
৪৪ মিনিট আগে