অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ ঘণ্টা পর কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবিদুর রহমান খানের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শনিবার বেলা ৩টার দিকে হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে অবস্থান নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
মৃত আবিদুর রহমান গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে।
এর আগে শুক্রবার বন্ধুদের সঙ্গে নৌকায় করে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেড়ানো শেষে গোপদীঘি ইউনিয়নের হাসানপুর সেতুর সংযোগ সড়ক এলাকায় গোসল করতে নামেন তাঁরা। এ সময় স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে পানিতে তলিয়ে যান আবিদ। সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেননি তাঁর অন্য বন্ধুরা।
আবিদের চাচা মোর্শেদ খান বলেন, ‘আবিদ গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে হোস্টেলে থেকে পড়ালেখা করত। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর ব্রিজে গোসলের সময় এই ঘটনা ঘটে। আমরা চাই ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে চট্টগ্রামে যেতে।’
তিনি আরও বলেন, ‘আবিদ সাঁতার জানত। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।’
২২ ঘণ্টা পর কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবিদুর রহমান খানের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শনিবার বেলা ৩টার দিকে হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে অবস্থান নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
মৃত আবিদুর রহমান গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে।
এর আগে শুক্রবার বন্ধুদের সঙ্গে নৌকায় করে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেড়ানো শেষে গোপদীঘি ইউনিয়নের হাসানপুর সেতুর সংযোগ সড়ক এলাকায় গোসল করতে নামেন তাঁরা। এ সময় স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে পানিতে তলিয়ে যান আবিদ। সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেননি তাঁর অন্য বন্ধুরা।
আবিদের চাচা মোর্শেদ খান বলেন, ‘আবিদ গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে হোস্টেলে থেকে পড়ালেখা করত। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর ব্রিজে গোসলের সময় এই ঘটনা ঘটে। আমরা চাই ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে চট্টগ্রামে যেতে।’
তিনি আরও বলেন, ‘আবিদ সাঁতার জানত। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
৯ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগে