Ajker Patrika

ব্যানার টানানো নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
চট্টগ্রামে সংঘর্ষে আহতদের মধ্যে একজন। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে সংঘর্ষে আহতদের মধ্যে একজন। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম নগরে ব্যানার টানানো নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হন।

নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। ছুরিকাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষটি ঘটে। তাঁদের মধ্যে আগে থেকেই কোন্দল রয়েছে। শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের এবং তুহিন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের অনুসারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জিইসি মোড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে তারা কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন। অন্য দুজনকে ছুরিকাঘাত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অতিরিক্ত উপকমিশনার জানান, ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। একই সঙ্গে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করে যোগদানের নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

মাছ–দুধ একসঙ্গে খেলে কি শ্বেতী রোগ হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বেই থাকছেন ২১ জন

বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন ও গণপরিষদ নির্বাচনের বিপক্ষে বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত