নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম নগরে ব্যানার টানানো নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হন।
নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। ছুরিকাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষটি ঘটে। তাঁদের মধ্যে আগে থেকেই কোন্দল রয়েছে। শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের এবং তুহিন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের অনুসারী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জিইসি মোড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে তারা কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন। অন্য দুজনকে ছুরিকাঘাত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অতিরিক্ত উপকমিশনার জানান, ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। একই সঙ্গে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করে যোগদানের নির্দেশ দিয়েছেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম নগরে ব্যানার টানানো নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হন।
নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। ছুরিকাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষটি ঘটে। তাঁদের মধ্যে আগে থেকেই কোন্দল রয়েছে। শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের এবং তুহিন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের অনুসারী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জিইসি মোড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে তারা কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন। অন্য দুজনকে ছুরিকাঘাত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অতিরিক্ত উপকমিশনার জানান, ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। একই সঙ্গে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করে যোগদানের নির্দেশ দিয়েছেন।
মাগুরার সেই আট বছরের শিশুটিকে একাই ধর্ষণ ও নির্যাতন করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তার বড় বোনের শ্বশুর ও মামলার প্রধান আসামি। কিন্তু তা মানতে রাজি নন শিশুটির মা ও মামলার বাদী। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে প্রধান অভিযুক্তের স্ত্রী ও ছেলেরাও জড়িত ছিলেন।
২২ মিনিট আগেরাজধানীর রামপুরার পলাশবাগে একটি সিএনজি ও অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬ ইউনিটের প্রচেষ্টায় ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের ছাতকে অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী। উপজেলার গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়কের পাগল হাসান চত্বর এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেশরীয়তপুরের নড়িয়ায় ছেলের দায়ের কোপে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার কিছু সময় পর অভিযুক্ত ছেলের লাশ পাওয়া যায় বাড়ির পাশের মাঠে। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী...
২ ঘণ্টা আগে