নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইটভাটার মালিক মো. কামালউদ্দিন নামের এক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এই প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। কয়েক মাস আগে তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। অপারেশন হওয়ার পর গত ১৫ দিন ধরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এই সুযোগে স্থানীয় এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর ইন্ধনে দিনদুপুরে প্রকাশ্য অস্ত্রশস্ত্র নিয়ে ইটভাটাটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ শনিবার চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে কামালউদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম এ অভিযোগ করেন। সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামের ওই ইটভাটায় লুটপাট ও ভাঙচুর হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মোর্তজা বেগম বলেন, ‘‘আমার স্বামী মো. কামালউদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তাঁর ক্যানসার ধরা পড়ে। তিনি এখন চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে অপারেশন পরবর্তী চিকিৎসাধীন আছেন। গত ১৬ মে থেকে তিনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই সুযোগে স্থানীয় একটি চক্র আমার স্বামীর অংশীদারি প্রতিষ্ঠান এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) দখলের চেষ্টা শুরু করে। আর এতে সরাসরি সহযোগিতা করছেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা নদভী।
‘ইটভাটাটি দখল করার জন্য এমপি নদভীর ইশারায় আমার অসুস্থ স্বামীসহ ১৪ জনকে আসামি করে গত ২৩ মে একটি ভুয়া চাঁদাবাজি মামলা করা হয়েছে। এই সুযোগে একই দিন বেলা ২টার দিকে আমার স্বামীর অংশীদারি প্রতিষ্ঠান এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) দখল ও লুটপাট শুরু করে একদল অস্ত্রধারী। মারণাস্ত্র ঠেকিয়ে আমার স্বামীর নিয়োগকৃত কর্মচারীদের ইটভাটা ছাড়তে বাধ্য করে এবং অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করে ইট, ৫ লাখ টাকা ও হিসাবের খাতাপত্র নিয়ে যায়। এতে নেতৃত্ব দেন এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।’
‘সেই ২৩ তারিখ থেকে আজ ২৭ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে লুটপাট চলছে। প্রতিদিন ব্রিক ফিল্ড থেকে ৩০-৪০ গাড়ি ইট নিয়ে যাওয়া হচ্ছে। এই পর্যন্ত যা ইট নিয়ে গেছে তার আর্থিক মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা। আমাদের একজন কর্মচারী ইসহাক ও একজন ভূমি মালিক সৈয়দুল হক ঘটনাস্থলে গেলে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি সৈয়দুল হকের বাড়িতেও হামলা করেছে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে স্থানীয় থানা ও উপজেলা প্রশাসনের সঙ্গে প্রতিকার চেয়ে বারবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো পক্ষই আমাদের ডাকে সাড়া না দেওয়ায় অসহায় হয়ে পড়েছি। তাই বাধা হয়ে এই সাংবাদিক সম্মেলন করছি। প্রশাসনের এই নীরবতা রহস্যজনক বলে আমার কাছে মনে। হয়। একই সঙ্গে আমার আশঙ্কা করছি, সময়ক্ষেপণ হলে ভাটার সব ইট নিয়ে যাবে।’
লিখিত বক্তব্যে মোর্তজা বেগম আরও বলেন, ‘এমপি নদভী সাহেবের প্রত্যক্ষ ছত্রচ্ছায়ায় আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। যে সব সন্ত্রাসীরা ব্রিক ফিল্ড লুটপাট করে যাচ্ছে তাদের অনেক ভিডিওচিত্র আমাদের হাতে আছে। আমরা ভিডিওতে দেখতে পাই তারা সবাই একাধিক হত্যা, খুন, ধর্ষণ অপহরণ, নাশকতার মামলার আসামি। তাদের সবার হাতে অবৈধ অস্ত্র রয়েছে। এমপির আশকারা পেয়ে এই সন্ত্রাসীরা ধরাকে সরা জ্ঞান করছে।’
‘এই সন্ত্রাসীরাই গত ঈদুল ফিতরের পরদিন ৪ বছরের শিশু রাফিকে গুলিবিদ্ধ করে গুরুতর আহত করে। এত কিছুর পরও এমপির প্রভাবে পুলিশ প্রশাসন তটস্থ ও নীরব দর্শক এখন। ব্রিক ফিল্ডে মজুত থাকা ইট তারা ট্রাকযোগে বোঝাই করে লুট করে নিয়ে যাচ্ছে। আজকে যখন সাংবাদিক সম্মেলন চলছে তখনো পর্যন্ত উক্ত ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে। এই লুটপাটের সমস্ত ঘটনার নেতৃত্ব দিয়েছেন এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।’
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো উত্তর নেই।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটা নিয়ে দুপক্ষ মামলা করেছে। মামলা চলতেছে। মামলার ফলাফল কী হয় সেটি আদালতের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া এমপি (নদভী) সাহেব নাকি সমাধান করছে।’
এমপি কী আদালত কি না, বা তাঁর বিচার করার ক্ষমতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমপি (নদভী) বিচার ভেঙে দিয়েছেন। তিনি বিচার করতে পারেন কি না, সেটি এমপি সাহেবের বিষয়।’
সার্বিক বিষয়ে জানতে এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমপির কাজ জনগণকে সহযোগিতা করা। এই ইটভাটার প্রকৃত মালিক বাঁশখালীর একজন। যিনি আমার কাছে ২০ বার এসেছেন, সাহায্য চেয়েছেন। আমি দুপক্ষের কাগজপত্র দেখে, সমাধান করে দিয়েছি। এখন এটির মালিক যিনি, তিনিই ইটভাটাটি বুঝে নিচ্ছেন। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ থেকে ১০ মাস আগে ওই ইটভাটা শামসু এবং আবু সালেহ দখল করে নিয়েছিল। তাঁদের সহযোগিতা করেছিল মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক লোক।’
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইটভাটার মালিক মো. কামালউদ্দিন নামের এক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এই প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। কয়েক মাস আগে তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। অপারেশন হওয়ার পর গত ১৫ দিন ধরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এই সুযোগে স্থানীয় এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর ইন্ধনে দিনদুপুরে প্রকাশ্য অস্ত্রশস্ত্র নিয়ে ইটভাটাটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ শনিবার চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে কামালউদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম এ অভিযোগ করেন। সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামের ওই ইটভাটায় লুটপাট ও ভাঙচুর হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মোর্তজা বেগম বলেন, ‘‘আমার স্বামী মো. কামালউদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তাঁর ক্যানসার ধরা পড়ে। তিনি এখন চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে অপারেশন পরবর্তী চিকিৎসাধীন আছেন। গত ১৬ মে থেকে তিনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই সুযোগে স্থানীয় একটি চক্র আমার স্বামীর অংশীদারি প্রতিষ্ঠান এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) দখলের চেষ্টা শুরু করে। আর এতে সরাসরি সহযোগিতা করছেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা নদভী।
‘ইটভাটাটি দখল করার জন্য এমপি নদভীর ইশারায় আমার অসুস্থ স্বামীসহ ১৪ জনকে আসামি করে গত ২৩ মে একটি ভুয়া চাঁদাবাজি মামলা করা হয়েছে। এই সুযোগে একই দিন বেলা ২টার দিকে আমার স্বামীর অংশীদারি প্রতিষ্ঠান এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) দখল ও লুটপাট শুরু করে একদল অস্ত্রধারী। মারণাস্ত্র ঠেকিয়ে আমার স্বামীর নিয়োগকৃত কর্মচারীদের ইটভাটা ছাড়তে বাধ্য করে এবং অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করে ইট, ৫ লাখ টাকা ও হিসাবের খাতাপত্র নিয়ে যায়। এতে নেতৃত্ব দেন এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।’
‘সেই ২৩ তারিখ থেকে আজ ২৭ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে লুটপাট চলছে। প্রতিদিন ব্রিক ফিল্ড থেকে ৩০-৪০ গাড়ি ইট নিয়ে যাওয়া হচ্ছে। এই পর্যন্ত যা ইট নিয়ে গেছে তার আর্থিক মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা। আমাদের একজন কর্মচারী ইসহাক ও একজন ভূমি মালিক সৈয়দুল হক ঘটনাস্থলে গেলে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি সৈয়দুল হকের বাড়িতেও হামলা করেছে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে স্থানীয় থানা ও উপজেলা প্রশাসনের সঙ্গে প্রতিকার চেয়ে বারবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো পক্ষই আমাদের ডাকে সাড়া না দেওয়ায় অসহায় হয়ে পড়েছি। তাই বাধা হয়ে এই সাংবাদিক সম্মেলন করছি। প্রশাসনের এই নীরবতা রহস্যজনক বলে আমার কাছে মনে। হয়। একই সঙ্গে আমার আশঙ্কা করছি, সময়ক্ষেপণ হলে ভাটার সব ইট নিয়ে যাবে।’
লিখিত বক্তব্যে মোর্তজা বেগম আরও বলেন, ‘এমপি নদভী সাহেবের প্রত্যক্ষ ছত্রচ্ছায়ায় আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। যে সব সন্ত্রাসীরা ব্রিক ফিল্ড লুটপাট করে যাচ্ছে তাদের অনেক ভিডিওচিত্র আমাদের হাতে আছে। আমরা ভিডিওতে দেখতে পাই তারা সবাই একাধিক হত্যা, খুন, ধর্ষণ অপহরণ, নাশকতার মামলার আসামি। তাদের সবার হাতে অবৈধ অস্ত্র রয়েছে। এমপির আশকারা পেয়ে এই সন্ত্রাসীরা ধরাকে সরা জ্ঞান করছে।’
‘এই সন্ত্রাসীরাই গত ঈদুল ফিতরের পরদিন ৪ বছরের শিশু রাফিকে গুলিবিদ্ধ করে গুরুতর আহত করে। এত কিছুর পরও এমপির প্রভাবে পুলিশ প্রশাসন তটস্থ ও নীরব দর্শক এখন। ব্রিক ফিল্ডে মজুত থাকা ইট তারা ট্রাকযোগে বোঝাই করে লুট করে নিয়ে যাচ্ছে। আজকে যখন সাংবাদিক সম্মেলন চলছে তখনো পর্যন্ত উক্ত ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে। এই লুটপাটের সমস্ত ঘটনার নেতৃত্ব দিয়েছেন এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।’
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো উত্তর নেই।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটা নিয়ে দুপক্ষ মামলা করেছে। মামলা চলতেছে। মামলার ফলাফল কী হয় সেটি আদালতের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া এমপি (নদভী) সাহেব নাকি সমাধান করছে।’
এমপি কী আদালত কি না, বা তাঁর বিচার করার ক্ষমতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমপি (নদভী) বিচার ভেঙে দিয়েছেন। তিনি বিচার করতে পারেন কি না, সেটি এমপি সাহেবের বিষয়।’
সার্বিক বিষয়ে জানতে এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমপির কাজ জনগণকে সহযোগিতা করা। এই ইটভাটার প্রকৃত মালিক বাঁশখালীর একজন। যিনি আমার কাছে ২০ বার এসেছেন, সাহায্য চেয়েছেন। আমি দুপক্ষের কাগজপত্র দেখে, সমাধান করে দিয়েছি। এখন এটির মালিক যিনি, তিনিই ইটভাটাটি বুঝে নিচ্ছেন। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ থেকে ১০ মাস আগে ওই ইটভাটা শামসু এবং আবু সালেহ দখল করে নিয়েছিল। তাঁদের সহযোগিতা করেছিল মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক লোক।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে