চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চন্দনাইশে দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারকাজে অংশ নেন। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। যার ছবিসহ জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ধোপাছড়িতে গণসংযোগের সময় আমাকে রাস্তায় দেখে বুকে টেনে নিয়ে ছবি তোলে। সেই ছবি একটি কুচক্রী মহল ফেসবুকে ভাইরাল করে। তাই অব্যাহতির খবর শুনে আমি ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি।’
এ বিষয়ে জানতে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম জানান, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করা সত্ত্বেও ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যার ছবি জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক ওই দুজনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চন্দনাইশে দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অব্যাহতি পাওয়া দুই বিএনপি নেতা এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারকাজে অংশ নেন। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার স্পষ্ট ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁরা চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। যার ছবিসহ জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ধোপাছড়িতে গণসংযোগের সময় আমাকে রাস্তায় দেখে বুকে টেনে নিয়ে ছবি তোলে। সেই ছবি একটি কুচক্রী মহল ফেসবুকে ভাইরাল করে। তাই অব্যাহতির খবর শুনে আমি ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি।’
এ বিষয়ে জানতে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম জানান, বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করা সত্ত্বেও ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুল হক খোকা এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজম খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চন্দনাইশ উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যার ছবি জেলা বিএনপির দপ্তরে সংরক্ষিত আছে। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের বিধান মোতাবেক ওই দুজনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
২ ঘণ্টা আগেআওয়ামী সমর্থক অপবাদ দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার চড়কগাছিয়া গ্রামের সাপলেজা মাছ বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে