Ajker Patrika

খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ নেতা উদ্ধার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৫
খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ নেতা উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) অপহৃত তিন নেতাকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে অপহরণের তিন দিন পর সেনাবাহিনী তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধার ব্যক্তিরা হলেন ইউপিডিএফের সংগঠক নিতী দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা। 

বীর খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসির নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়ার দুর্গম পাহাড়ি এলাকার জুমঘর থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করে। 

উদ্ধার অপহৃতদের হস্তান্তরের সময় ৩০ বীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি ও পানছড়ি আর্মির সাব জোন কমান্ডার মেজর মো. জোবায়ের মাহমুদ, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম আজকের পত্রিকাকে জানান, অপহৃতদের উদ্ধার করে থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে উদ্ধার তিন নেতাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের প্রতিপক্ষের গুলিতে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল কান্তি ত্রিপুরা (২৮), গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন। এ সময় ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত