কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে উদ্ধার করা ১০টি মরদেহের হাত-পা বাঁধা ছিল। এটা নিছক কোনো দুর্ঘটনা নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কক্সবাজার) অতীশ চাকমা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারে মরদেহের খবর পায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার শেষ করে বেলা ৪টার দিকে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
অতীশ চাকমা বলেন, ‘ট্রলারটি থেকে উদ্ধার করা ১০ মরদেহের হাত-পা বাঁধা ছিল। আমরা ধারণা করছি, ৮ থেকে ১০ দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়।’
মরদেহগুলো গলিত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে জানান, স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে তীরে নিয়ে আসে। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তারা। বিকেল ৪ টা পর্যন্ত ১০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সব মরদেহ ফিশিং ট্রলারের হিমঘরের ভেতরে ছিল। কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে উদ্ধার করা ১০টি মরদেহের হাত-পা বাঁধা ছিল। এটা নিছক কোনো দুর্ঘটনা নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কক্সবাজার) অতীশ চাকমা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারে মরদেহের খবর পায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার শেষ করে বেলা ৪টার দিকে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
অতীশ চাকমা বলেন, ‘ট্রলারটি থেকে উদ্ধার করা ১০ মরদেহের হাত-পা বাঁধা ছিল। আমরা ধারণা করছি, ৮ থেকে ১০ দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়।’
মরদেহগুলো গলিত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে জানান, স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে তীরে নিয়ে আসে। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তারা। বিকেল ৪ টা পর্যন্ত ১০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সব মরদেহ ফিশিং ট্রলারের হিমঘরের ভেতরে ছিল। কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
৮ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
৯ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
৯ ঘণ্টা আগে