Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি উত্তোলন করায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১১: ৪৫
ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি উত্তোলন করায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি অবৈধভাবে উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতটি ড্রেজার মেশিন ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মাধবপুর ইউনিয়নের কলেজপাড়া, নুনুহাটি, বলাকিয়া, উত্তর চান্দলা, দর্পনারায়ণপুর ও বাড়ানি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় উপসহকারী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কান্তি দেবনাথ ও ওই ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ইউএনও আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট সাতটি ড্রেজার ও এর উপকরণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে। এ ছাড়া অবৈধ খননযন্ত্রের বিরুদ্ধে অভিযান চলমান আছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষার্থে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনে সাতটি ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া এসব ড্রেজার মেশিন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত