ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া স্ত্রী বিশিষ্ট চিকিৎসক আনোয়ারা হক, দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
আবু সাহেদ সরকার বলেন, ‘বেশ কয়েক দিন ধরে শামছুল হক অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শামছুল হক ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউয়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পতির ছেলে। চাঁদপুর-৪ সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন তিনি।
শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান।
এ ছাড়া প্রায় এক যুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।
শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল প্রমুখ।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া স্ত্রী বিশিষ্ট চিকিৎসক আনোয়ারা হক, দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
আবু সাহেদ সরকার বলেন, ‘বেশ কয়েক দিন ধরে শামছুল হক অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শামছুল হক ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউয়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পতির ছেলে। চাঁদপুর-৪ সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন তিনি।
শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান।
এ ছাড়া প্রায় এক যুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।
শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল প্রমুখ।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
১৯ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে