কক্সবাজার, প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।
অভিযোগে জানানো হয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় ৬৭ দশমিক ৪০ একর চিংড়ি ঘের রয়েছে। গত ১৯ অক্টোবর রাতে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার নির্দেশে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঘেরটি দখল করে এবং লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা চিংড়ি ঘেরের পরিচালক এবং কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেন। তারা চিংড়ি ঘেরের কয়েক লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
পরে গত ২৪ অক্টোবর মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন আমজাদ হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে মহেশখালী থানার পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, থানায় ২৫ অক্টোবর মামলা নথিভুক্ত হওয়ার পর মকছুদ মিয়া ও তাঁর লোকজনের হুমকিতে তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছেন।
তিনি দাবি করেন, মহেশখালীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে করা একমাত্র মামলার এক নম্বর আসামি মাওলানা জাকারিয়া পরিবারের সন্তান মেয়র মকছুদ মিয়া এখন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি এ মামলার অন্যতম সাক্ষী। এ জন্য তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মকছুদ মিয়া তাঁর নানাভাবে ক্ষতি করে আসছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোহাম্মদ মাসুদ কুতুবী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম মুক্তিযোদ্ধা নুরুল হক ও আবুল কাশেম প্রমুখ।
মেয়র মকছুদ মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (আমজাদ হোসেন) সব সময় আমার বিরুদ্ধে লেগে আছেন। এবারের নির্বাচনেও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র শ দেড়েক ভোট পেয়েছেন।
ঘের দখলের অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ঘেরের জায়গা আমাদের পরিবারের। মুক্তিযোদ্ধা পরিবারকে এলাকা ছাড়ার ব্যাপারে মেয়র বলেন, তিনি তো এলাকায়ই থাকেন না!
কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।
অভিযোগে জানানো হয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় ৬৭ দশমিক ৪০ একর চিংড়ি ঘের রয়েছে। গত ১৯ অক্টোবর রাতে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার নির্দেশে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঘেরটি দখল করে এবং লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা চিংড়ি ঘেরের পরিচালক এবং কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেন। তারা চিংড়ি ঘেরের কয়েক লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
পরে গত ২৪ অক্টোবর মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন আমজাদ হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে মহেশখালী থানার পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, থানায় ২৫ অক্টোবর মামলা নথিভুক্ত হওয়ার পর মকছুদ মিয়া ও তাঁর লোকজনের হুমকিতে তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছেন।
তিনি দাবি করেন, মহেশখালীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে করা একমাত্র মামলার এক নম্বর আসামি মাওলানা জাকারিয়া পরিবারের সন্তান মেয়র মকছুদ মিয়া এখন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি এ মামলার অন্যতম সাক্ষী। এ জন্য তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মকছুদ মিয়া তাঁর নানাভাবে ক্ষতি করে আসছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোহাম্মদ মাসুদ কুতুবী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম মুক্তিযোদ্ধা নুরুল হক ও আবুল কাশেম প্রমুখ।
মেয়র মকছুদ মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (আমজাদ হোসেন) সব সময় আমার বিরুদ্ধে লেগে আছেন। এবারের নির্বাচনেও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র শ দেড়েক ভোট পেয়েছেন।
ঘের দখলের অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ঘেরের জায়গা আমাদের পরিবারের। মুক্তিযোদ্ধা পরিবারকে এলাকা ছাড়ার ব্যাপারে মেয়র বলেন, তিনি তো এলাকায়ই থাকেন না!
জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়কের মুন্দাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেকোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৭ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৮ ঘণ্টা আগে