ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া থেকে তাঁকে আটক করা হয়।
কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। তিনি সর্বশেষ জাতীয় সংসদ ভবন সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে ওএসডি করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত পিলার ২০৫০ /৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে কসবার পুটিয়া নামক স্থানে ভারতে অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। এ সময় তাঁকে আটক করে বিজিবির টহল দল। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কিবরিয়া মজুমদার জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া থেকে তাঁকে আটক করা হয়।
কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। তিনি সর্বশেষ জাতীয় সংসদ ভবন সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে ওএসডি করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত পিলার ২০৫০ /৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে কসবার পুটিয়া নামক স্থানে ভারতে অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। এ সময় তাঁকে আটক করে বিজিবির টহল দল। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কিবরিয়া মজুমদার জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
২ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
৫ মিনিট আগেহেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন ডা. জোবায়ের আহমেদ। মামলার অন্য আসামি হলেন ফারজানা সাকি। তিনি সাবেক ডা
৫ মিনিট আগেনাটোরের সিংড়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে