দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:
কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২১ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে