নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
আজ শুক্রবার বেলা তিনটায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মীর নাছির বলেন, ‘আমার দল, কর্মী নির্ভর দল। অপেক্ষা করছি ওবায়দুল কাদের কখন লুঙ্গি ফেলে পালায়। আর দু-একটা মিটিংয়ের পর তাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা আসলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, সে জন্য অবাঞ্ছিত ঘোষণা করব।’
১১ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রামবাসী যে বার্তা দিয়েছে, এ রকম আরেকটি বার্তা দিতে হবে। বার্তাটি হবে আগামী ১১ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠ থেকেও যাতে বেশি জনসমাগম হয়। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান তার আগের অনুষ্ঠান থেকে বড় হয়। প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবে।’
আমীর খসরু আরও বলেন, ‘ঢাকায় ১০ তারিখের জনসভায় যে পরিমাণ মানুষ হয়েছে। পরের ৩০ তারিখে এর চেয়ে বেশি মানুষ হয়েছে। কারণ, দুটিতেই আমি ছিলাম। একটা ছিল পাঁচ কিলোমিটারজুড়ে মানুষ। মতিঝিল থেকে মগবাজার পর্যন্ত সব মানুষ হয়েছে। গণ-অবস্থান কর্মসূচিতে আমরা দেখিয়ে দিতে চাই। চট্টগ্রাম থেকে আমরা একটি মেসেজ দিতে চাই। কর্মসূচিকে অনেকে হালকা অনুষ্ঠান হিসেবে দেখে। এবারের অবস্থান কর্মসূচি ব্যতিক্রম করতে চাই। কারণ, এটি শেখ হাসিনা পতনের কর্মসূচি। যদিও কর্মসূচিটি হবে অত্যন্ত শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে শক্ত বার্তা দিতে চাই।’
আমীর খসরু বলেন, ‘নেতাদের গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। কারণ, এই আন্দোলনের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে। তারা জনবিচ্ছিন্ন হয়ে অনেক চেষ্টা করেছে সভা করার। পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সভা কী হয়েছে, সবাই জানে। জনগণকে নিয়ে ফ্যাসিস্ট সরকার কিছু করতে পারে না। জনগণকে প্রতিহত করতে মাস্তান দিয়ে চেষ্টা করবে। কিন্তু তারা পারবে না। পরাজিত হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
আজ শুক্রবার বেলা তিনটায় নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মীর নাছির বলেন, ‘আমার দল, কর্মী নির্ভর দল। অপেক্ষা করছি ওবায়দুল কাদের কখন লুঙ্গি ফেলে পালায়। আর দু-একটা মিটিংয়ের পর তাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা আসলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, সে জন্য অবাঞ্ছিত ঘোষণা করব।’
১১ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রামবাসী যে বার্তা দিয়েছে, এ রকম আরেকটি বার্তা দিতে হবে। বার্তাটি হবে আগামী ১১ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠ থেকেও যাতে বেশি জনসমাগম হয়। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান তার আগের অনুষ্ঠান থেকে বড় হয়। প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবে।’
আমীর খসরু আরও বলেন, ‘ঢাকায় ১০ তারিখের জনসভায় যে পরিমাণ মানুষ হয়েছে। পরের ৩০ তারিখে এর চেয়ে বেশি মানুষ হয়েছে। কারণ, দুটিতেই আমি ছিলাম। একটা ছিল পাঁচ কিলোমিটারজুড়ে মানুষ। মতিঝিল থেকে মগবাজার পর্যন্ত সব মানুষ হয়েছে। গণ-অবস্থান কর্মসূচিতে আমরা দেখিয়ে দিতে চাই। চট্টগ্রাম থেকে আমরা একটি মেসেজ দিতে চাই। কর্মসূচিকে অনেকে হালকা অনুষ্ঠান হিসেবে দেখে। এবারের অবস্থান কর্মসূচি ব্যতিক্রম করতে চাই। কারণ, এটি শেখ হাসিনা পতনের কর্মসূচি। যদিও কর্মসূচিটি হবে অত্যন্ত শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে শক্ত বার্তা দিতে চাই।’
আমীর খসরু বলেন, ‘নেতাদের গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। কারণ, এই আন্দোলনের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে। তারা জনবিচ্ছিন্ন হয়ে অনেক চেষ্টা করেছে সভা করার। পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সভা কী হয়েছে, সবাই জানে। জনগণকে নিয়ে ফ্যাসিস্ট সরকার কিছু করতে পারে না। জনগণকে প্রতিহত করতে মাস্তান দিয়ে চেষ্টা করবে। কিন্তু তারা পারবে না। পরাজিত হবে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে